
আপন হইয়া যাই
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
০৩/১১/২০২৫ইং, কুরগাঁও, সাভার, ঢাকা।
আসুন, তরিকতের ভাই
আপন আপন মুর্শিদ প্রেমে
আমরা, আপন হইয়া যাই ||
তাকাব্বরী বাহাদুরী
সবই একদিন যবো ছাড়ি অ
দুই দিনের দুনিয়া দারি
হাতে বেশি সময় নাই || ঐ
আপন আপন মুর্শিদ প্রেমে
আমরা, আপন হইয়া যাই
দোষে গুনে আমরা মানুষ
ভুলে লোভে হইছি বেহুস অ
ভুল ভাঙ্গিয়া করি আপোস
ছোট হইলেও দুঃখ নাই || ঐ
আপন আপন মুর্শিদ প্রেমে
আমরা, আপন হইয়া যাই
তরিকতের ভাই বোনেরা
যে যেই দরবার হোক না তারা অ
পাঞ্জাতনের প্রেমে পোড়া
বুকে লইয়া শান্তি পাই || ঐ
আপন আপন মুর্শিদ প্রেমে
আমরা, আপন হইয়া যাই
নজরুল নামে মইরা গেছি
সবাইকে আপন চাইতেছি অ
হোসেনরি কাতর আর্জি
চরনেতে দিবেন ঠাঁই || ঐ
আপন আপন মুর্শিদ প্রেমে
আমরা, আপন হইয়া যাই
Leave a Reply