
মাঞ্জু শাহ্ সংগীত
প্রচারেঃ গীতিকার রবিউল আওয়াল
মন চক্ষু ফুটে গেলে (২)
দেখবি গুরু তোর খাঁচায় ~
গুরুর আয়না হাতে লয়ে -বসে থাক এক জাগায়।। ঐ।।
খাঁচার ভিতর কোঠায় ভরা –
গুরু কোঠায় খোলছে মেলা (২)
দেখবে সব আজব লীলা (২)
গুরুর ভান্ডে যেজন যায়।। ঐ।।
গুরু ভজলে মন দিয়া-
দিবে আল্লাহ্ রাসূল চিনাইয়া (২)
আল্লাহ্ রাসূল চিনতে পারলে (২)
যাইবে বেহেশ্ ত খানায়।। ঐ।।
গুরুর ধন কি সহজে মিলে-
ধরতে গেলে বিষম দায় (২)
যাইতে পারলে গুরুর ভান্ডে (২)
এল্ মে লুদুনি শিক্ষা পায় ।। ঐ।।
আসল কথা আছে মানা –
সেই ভেদ বুজিবে প্রেমিক জনা (২)
দেখিয়া মাজিজুল ইসলামে ফানা (২)
বইসা সদায় তাম্ সা চায়।। ঐ।।
Leave a Reply