
হযরত শাফাই শাহ্ আওলিয়া রহমতুল্লাহি আলাইহি এর ৭০৭ তম ওরশ মোবারক – ২০২৬ খ্রীঃ – শাহ্ ইকবাল হোসাইন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আহযাব, আয়াত ৭৫: “তোমরা সত্য কথা বলো, আল্লাহ তোমাদের জন্য একদম সৎ পথ নির্দেশ করবেন”। কোরআনে বর্ণিত ‘সাদিকিন’ (সত্যবাদী) কারা: যারা বিশ্বাসী এবং আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলে, তারা সত্যবাদী।
৩৬০ আউলিয়ার অন্য তম শিষ্য সফর সঙ্গী
হযরত শাফাই শাহ্ আউলিয়া( রহঃ) এর
৭০৭ তম পবিএ ওরশ মোবারক, চিরাচরিত প্রথানুযায়ী আগামী (মোহাম্মদী পজ্ঞিকা মতে
৩০ রজব থেকে ১ শাবান ১৪৪৭ হিজরী, বাংলা ৫ ও ৬ই মাঘ১৪৩২ বাংলা ১৯ ও২০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ, রোজঃ সোমবার ও মঙ্গলবার।
সুলতানপুর, ডাকঘর- ডুয়াইগাঁও, উওর পিরিজপুর, থানা-বাজিতপুর, জেলা – কিশোরগঞ্জ, বাংলাদেশ।
মহান হযরতের ওরশ মোবারক উদযাপিত হইবে।

ভক্ত বৃন্দের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, ৫ই মাঘ ১৯ জানুয়ারী সোমবার দিবাগত রাত ১২: ৩০ মিনিটে নিশান উওলোন করা হবে এবং মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম।
উক্ত ওরশ মোবারকে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন, পাগল, ফকির, ভক্ত, আশেকান, জাকেররান উপস্থিত থাকবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
আমন্ত্রণঃ মোঃ রাতুল মিয়া, বর্তমান গদ্দিনিশিন।
যোগাযোগঃ
খাদেম ও মোতাওয়ালী অএ দরগাহ মাজার শরীফ এর তালিকা
১/মরহুম আমান উল্লাহ
২/মরহুম দানিস সেক
৩/ মোঃ হানিছ শাহ
৪/ মামুদ আলী
৫/ শাহ শুক্রর মাহমুদ কডড়া।
৬/মরহুম সুরুজ আলী
৭/ মরহুম শাহ মোঃ ফালু মিয়া
৮/ বর্তমান খাদেম মোঃ রাতুল মিয়া।
যোগাযোগঃ মোবাইল- ০১৭১৮৩৩৯৪১৬
Leave a Reply