
সুন্নীয়ত ও তরিকতের কার্যক্রম সম্প্রসারণে বাঙ্গালী প্রবাসীদের অবদান অতুলনীয়
সিঙ্গাপুর কেন্দ্রীয় খানেকাহ্ শরীফের মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
শনিবার (১৬ নভেম্বর) সিঙ্গাপুর ওয়ামপো ড্রাইভস্থ রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় খানেকাহ্ শরীফে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বলেন, বাংলাদেশে সুন্নীয়ত ও তরিকতের কার্যক্রম সম্প্রসারণে প্রবাসী সু্ন্নী তরিকতপন্থীদের অবদান অতুলনীয়। এসময় তিনি প্রবাসী আশেকানদের কে সমসাময়িক বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোকপাত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী। দরবারের সিংগাপুরের দায়িত্বপ্রাপ্ত খলিফা মোহাম্মদ মোতাহার হোসেন মাইজভান্ডারী, সেকান্দার হোসেন মাইজভান্ডারী সহ আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতাকর্মী সহ প্রবাসী আশেকানরা মাহফিলে উপস্থিত ছিলেন। সর্বশেষ সালাতু সালাম শেষে বিশ্ববাসীর উন্নতি ও সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
#Bangladesh #singapore #Chittagong
#viralpost2025シ #viralchallenge
#hilightseveryonefollowers2025
Leave a Reply