
মাঞ্জু শাহ্ সংগীত
– গীতিকার সাধক মঞ্জু শাহ্
মানুষে মানুষ ডাকিয়া –
মানুষ পাইলে খোদারই শান।
মানুষের জন্য খোদায় ফেরেশতায় (২)
দরুদ ছালামে হয় পেরেশান।। ঐ
গুপ্ত খোদা প্রেম প্রয়াস –
মানুষ রূপেই হইলেন প্রকাশ (২)
আসা যাওয়া নিত্য উল্লাস (২)
ফুলে ফলে ভরা বাগান।। ঐ
জীব জন্তু জীন ফেরেশতা পরী-
কারো সাথে নাই আল্লার প্রেম ডুরি (২)
আফ্ছে আফ্ মানুষ রুপ ধরি (২)
নিজে নিজে প্রেম খেলান।। ঐ
জীন পরী ইনসান ফেরশতা গনে-
তারে ডাকে সদায় আকুল প্রাণে (২)
অবসর নাই কেহ ভূবনে (২)
খোদার জন্যে সবই হয়রান।। ঐ
মানুষ হয় আছ্রারে খোদা-
কখনো ভাইবনা জুদা (২)
মাজিজুল কয় মনরে গাঁধা (২)
মানুষ হয় খোদারই প্রান।। ঐ
Leave a Reply