
মৃত্তিকা সংরক্ষণ – টেকসই জীবনের মজবুত ভিত
– মেহেরুন্নেসা রূপসা
“যে মাটিতে শিকড় সেই মাটিতেই ভবিষ্যৎ ”
মাটি- এই শব্দের ভেতরেই লুকিয়ে আছে মাতৃত্বের মমতা,জীবনের শিকড়। এই নরম বুকের উপর দাড়িয়ে আছে সভ্যতার ইতিহাস, কৃষকের ঘাম,আর মানুষের অন্নের প্রতিশ্রুতি। অথচ সেই প্রাণবন্ত মাটিই আজ নিঃশব্দে হারাচ্ছে তার উর্বরতা, তার প্রাণ। অতিরিক্ত চাষ,রাসায়নিক সার ও কীটনাশকের নির্বিচার ব্যবহার, বন উজাড়, পাহাড় কাটা আর জলবায়ু পরিবর্তনের কঠিন ছোবলে মাটি আজ ক্লান্ত। একসময় যে ভূমি জীবন দিত,আজ সেই নিঃশেষে হয়ে উঠছে শুষ্ক, অনুর্বর।
মৃত্তিকা সংরক্ষণ মানে শুধু মৃত্তিকাই রক্ষা নয়, এর মানে জীবন রক্ষা।
জৈব সার ও কম্পোস্টের স্পর্শে মাটি ফিরে পায় তার প্রাণ;ফসল পর্যায়ক্রম,টেরেসিং ও বনায়নের মাধ্যমে জেগে ওঠে তার ভারসাম্য। আবরণ ফসলের কোমল ছায়া যেমন মাটিকে আগলে রাখে তেমনি সচেতন মানুষের হৃদয় পাড়ে পৃথিবীকে ফেরসবুজ করে তুলতে । মাটি যেন এক নিরব কবি- যার প্রতিটি দানায় লুকিয়ে আছে জীবনের গান।আমরা যদি সেই গান শুনতে পারি, তবে বুঝব এক মুঠো উর্বর মাটি মানেই এক পৃথিবী জীবন।
তাই তরুণ প্রজন্ম হিসেবে আমাদের উচিত সচেতনতার আলোয় আলোকিত করা প্রতিটি ক্ষেত,প্রতিটি হৃদয়। কারণ – মাটি শুধু ভূমি নয়;সে-ই আমাদের অস্তিত্বের উৎস, আমাদের ভবিষ্যতের ভিত্তি।
মৃত্তিকা বাঁচলেই বাঁচবে জীবন।
লেখিকাঃ মেহেরুন্নেসা রূপসা
বিএসসি ইন অনার্স, মৃত্তিকা বিজ্ঞান
ধামরাই সরকারি করেজ, ধামরাই, ঢাকা।
Leave a Reply