মুরিদ মোট ১১ প্রকার, সংগ্রহিত পোস্ট
—————————-
১/দাস মুরিদ,
২/খাস মুরিদ,
৩/আম মুরিদ,
৪/অকাল জ্ঞানি মুরিদ,
৫/তার্কিক মুরিদ,
৬/কামী মুরিদ,
৭/লোভী মুরিদ,
৮/আধা মুরিদ,
৯/ভাব মুরিদ,
১০/সাইন বোড মুরিদ,
১১/আসল বৈরাগী বা আসল মুরিদ//
সংক্ষপে বিবারনঃ-
১/দাস মুরিদ=
যে পীরের খেদমতে কাটিয়া দেয়,
পীরের খেদমত তার জীবনের লক্ষ সে হল দাস মুরিদ/এই মুরিদের অধিকাংস দিব্য দৃষ্টি লাভ করে—
২/খাস মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হইয়াছে
এবং পীরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে
সে হলো খাস মরিদ,
মৃতুর পর তার মুক্তি নিশ্চিত,
তার দেহ মাটি খাবে না——–
৩/আম মুরিদ=
যে নাম মাত্র মুরিদ হয়
কিন্তু পীরের কথার কোন ধার ধারে না
সে হল আম মুরিদ/
এদের মুরিদ হওয়া না হওয়া সমান—–
৪/অকাল জ্ঞানি মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হয়
ঠিকি কিন্তু পীরের বাক্য অগ্রহ্য করে
এক লাইন বেশি বোঝে,সে হল অকাল জ্ঞানি মুরিদ/
এই সব মুরিদ সিরাতল মুস্তাকীমের পথ পাবে না?—
৫/তার্কিক মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হইয়া নিজের জ্ঞান জাহির করে শুধু তর্ক করে মজা পায় সে হলো তার্কিক মুরিদ/
সে কখনো মরেফত লাভ করিতে পারিবে না?–
৬/কামী মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হয় ঠিকি কিন্তু মন হতে
কাম বাসনা ছাড়তে পারে না,
সুন্দরী মেয়ে দেখলেই ঠিক থাকতে পারে না,
সে হলো কামী মুরিদ/
এই মুরিদের সিজ্জিল দোযকে যাওয়ার সম্বভনা বেশি–
৭/লোভী মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হয় কিন্তু নারী ও ধন
সম্পদের লোভ ছাড়তে পারে না,
সে হল লোভী মুরিদ/
এই সব মুরিদ পীরের নাম কে কলংকিত করে-?
৮/আধা মুরিদ=
যে পীরের হাতে মুরিদ হয়ে মনের অর্ধেক দেয় পীরকে আর অর্ধেক দেয় দুনিয়াতে,
তারা হল আধা মুরিদ/
এই সব মুরিদের সারা জীবন কাটে
শয়তানের ধোকায়—
৯/ভাব মুরিদ=
যে পীরকে দেখে নাই,(ইন্তেকাল করেছেন এমন পীর)
তাহার জীবন পীরের আদেশে পরিচালনা করে,
তাকে বলে ভাব মুরিদ/
এই মুরিদের আখেরাত উজ্জল—
১০/সাইন বোড মুরিদ=
যে পীরের হাতে মুরিদ কিন্তু পীরের কাছে যায় না,
শুধু মুরিদের বেশ ধরে চাপা মারে বেড়ায়,
বাবা মার খেদমত করে না,
আর তলে তলে গাজা খায়,
সে হল সাইন বোড মুরিদ/
এদের ভবিষ্যত অন্ধকার—
১১/আসল বৈরাগী=
যে মরনের আগে মরে,
নিজের সব কিছু পীরের কাছে সমার্পন করে
আমিত্ত বলতে কিছু থাকে না,
দুনিয়ার কোন চিন্তা নাই পীর তাহার কাছে সব কিছু,
সে হলো বৈরাগি বা আসল মুরিদ,
এই সব মুরিদ আল্লাহর মেহমান//
আল্লাহ যেন আমাদেরকে খাঠি পীরের খাস মুরিদ হওয়ার তৌফিক দান করুন 🌹🙏🙏🙏
Leave a Reply