
অপমানের কষ্টিপাথর: মাদক মুক্তির আখ্যান
-আশরাফুল আলম তাজ
নিবিড় তিমিরে ঢাকা প্রভাতের ললাট-কপাল,
নেশার নখরে আজ জীর্ণ শহরের মহাকাল।
সোনালি স্বপ্নরা সব মোহের বিষাক্ত ছায়া মাখে,
জীবনের আলো লুপ্ত, পূর্ণিমা যে অমায় ঢাকে।
রঙিন বোতল আর গুঁড়ো, চকচকে পলিশের ছলে,
নিষেধের আলস্য নামে, মৃত্যু চুপিচুপি কথা বলে।
হৃদয় কেবল খোঁজে শূন্যতার মরুপথ-যাত্রী,
অন্ধ্রভেদী আর্তনাদ কাঁপে, কাঁপে আত্মার আর্তি।
“ফিরে এসো! আলোর দুয়ার খোলা, ভাঙো মিথ্যার ডোম।”
প্রকৃতির হাসি-ঝিরঝির সুর, বাতাসের আলাপন,
সূর্যের দীপ্ত শিখা—সব আজ দূরে, দৃষ্টির বারণ।
হাত বাড়াও, ছিন্ন করো কু-বন্ধনের জটিল ফাঁস,
নতুন আশার প্রদীপ ফুটুক, আসুক নবীন ছন্দ-বাস।
প্রেম, সাহস আর বিশ্বাস—এরাই তোমার ধনু,
জীবন-নদীর তীরে সত্যের পথে তুমি হও অনু।
নেশার ফানুসে কেন হারাও নিজের অস্তিত্বের জ্ঞান?
প্রকৃতির রঙে, হাসিতে, উষ্ণ স্পর্শে আসল তৃপ্তি-গান।
চোখের নোনা জল মুছে যাক, হোক আঁধার বিদায়,
নেশার আবরণ ফেলে প্রকৃত জীবন দেখুক এ-নয়ন।
পথটা কঠিন হোক, কঙ্করময়, ধুলায় মাখা—
তবু সেই পথেই মেলে মুক্তির অধিকার, সে-কথা লেখা।
অপমানের ছায়া হোক অতীতের কালো ইতিহাস,
নেশা নয়—জীবনের জয় হোক আমাদের নিত্যকার শ্বাস।
চোখে-চোখে হোক কথা, হাতে-হাত রাখুক অন্যজন,
স্মৃতির ক্যানভাসে আঁকো সুখের উজ্জ্বল আয়োজন।
প্রকৃতির লীলা, মানুষের স্পর্শ, বাতাসের যে মুক্তি-ধারা—
এরাই তো জীবনের মূল শক্তি, হও তাদেরই পথ-চেরা।
সাহসে দাঁড়াও, ভালোবাসারই হোক জয়-জয়কার,
মাদক নয়—জীবনই হোক নিত্যকার নির্জেয় অঙ্গীকার।
প্রত্যেকটি দিন আসুক নতুন সূর্যোদয়ের ক্ষণ,
অপমানের ছায়া হোক চিরতরে নির্বাসিত, দূর-বরণ।
হোক আলোর গান, মুক্তির উচ্ছ্বাস, আনন্দ-ধারা,
হোক জীবনের সর্বোচ্চ কাব্যিক উল্লাসে পথ চলা।
Leave a Reply