
কালিয়াকৈরে দুর্নীতি প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির ৯ম সভা বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির ৯ম সভা উপলক্ষে সততা স্টোর স্থাপন, দুর্ণীতি বিরোধী আলোচনা সভা,চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলার সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণ দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব কালিয়াকৈর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল জাব্বার উল্লাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহামেদ, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান,ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেন সফিক,প্রকৌশলী ইমন আহমেদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Поддерживать исключительную работу!!
Люблю это! Посетите также мою страничку Виртуальные карты для цифрового маркетинга https://baoly.ru/153