চিরতরে দাসী বানাও
শওকত আল্-সাধকপুরী, (সৌদি আরব প্রবাসী)
অ বাবা সাধকপুরী
আমি তোমার চরনের ভিখারী
চিরতরে দাসী বানাও
এই মিনতি করি ||
কত শত জনমের পরে
অমূল্য ধন হীরা কাঞ্চন-
বাবা, পাইলাম তোমারে
আমারে রাইখনা দূরে
কাতরে বিনয় করি ||
আমি তোমার চরনের ভিখারী ঐ
তোমার প্রেমে উদাসী মনে
জীবন যৌবন সব সপেছি-
বাবা, তোমার চরনে
মারো কাটো যাইবা কর
থাকব চরণ ধরি ||
আমি তোমার চরনের ভিখারী ঐ
তোমার নামের মালা পড়িয়া
দেশ বিদেশে ঘুরে বেড়াই-
বাবা, তোমায় খুঁজিয়া
কি করবো জান্নাতে গিয়া
না থাকলে সাধকপুরী ||
আমি তোমার চরনের ভিখারী ঐ
অধম শওকত তোমার পিরিতে মরা
বেস্ত দোজখ কিছুই চাইনা-
বাবা, তোমারে ছাড়া
তোমার ছবি হৃদয় ভরা
হারাইলে কাইন্দা মরি ||
আমি তোমার চরনের ভিখারী ঐ
Leave a Reply