খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) এর ৫টি অমৃত বাণী
সংগ্রহেঃ মেহেরুন্নেসা রূপসা
⚫ এমন জায়গা যেখানে জাহেদগণ হাজার চিল্লায় পৌঁছে । এশকের শরাবে মত্ত এক আহ্ শব্দে সেখানে পৌঁছে ।
⚫ হে তৃষ্ণার্থ :- গুণাহর উপত্যকায় নৈরাশ্যবাদী হয়ো না, আল্লাহর রহমতের সাগরের ঢেউ এসে পৌঁছেছে ।
⚫ কালের এসব বালা-মুসিবতে কেঁদো না-খুশি থাকো কেন না , বন্ধুর তীর বন্ধুর পাশে এসে পড়ে
⚫ রুটি-রুজির চিন্তা ছাড় . এবং রিজিক দাতাকে চিন তারপর দেখ , তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত রিজিক কিভাবে পৌঁছে
⚫ আল্লাহ্ চাও , দুনিয়াও চাও এটা একটা পাগলামী ।
সূত্রঃ অনলাইন থেকে সংগ্রহিত
Leave a Reply