সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ড্রাইভারদের মিলন মেলা
সিঙ্গাপুর প্রতিনিধিঃ চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সিঙ্গাপুরে সবচেয়ে বড় ছুটি, নানান উৎসব আয়োজন পার্টি বোনাসে মুখরিত হয়ে উঠে পুরো সিঙ্গাপুর। এতে পিছিয়ে নেই উৎসব প্রিয় বাংলাদেশী প্রবাসীরাও, চাইনিজ নিউ ইয়ারে সবারই থাকে কম বেশি ছোট বড় পরিকল্পনা। কেউ দেশে যান আপনজনদের কাছে, কেউবা অন্যান্য দেশে যান ছুটির আনন্দ উপভোগ করতে। আর যারা সিঙ্গাপুরে থাকেন তারাও মেতে উঠেন নানা উৎসব আয়োজনে। তেমনি একটি আয়োজন সিঙ্গাপুর প্রবাসী ড্রাইভারদের মিলন মেলা। সিঙ্গাপুর প্রবাসীদের জনপ্রিয় একটি ড্রাইভার গ্রুপ “Drive safely Race to victory” । এই গ্রুপে ড্রাইভিং সংশ্লিষ্ট অনেক তথ্য আদান প্রদান হয়ে থাকে, যার মাধ্যমে উপকৃত হয় ড্রাইভার ভাইয়েরা। কৃতজ্ঞতা ও খুশিতে সবার মনেই একটি বাসনা জাগে ডেট টুগেদার করার, অপেক্ষায় থাকে কবে আসবে সেই শুভক্ষণ? আর গেট টুগেদার এর পারফেক্ট সময় হলো চাইনিজ নিউ ইয়ার হলিডে, কে চায় সুযোগ হাত ছাড়া করতে? গ্রুপের এডমিন শাওন, হাছান, জাহিদ, উজ্জ্বল, নেহাল, আবুল খায়ের, সুমন, জসিম, ও সুমন চাকলাদার ভাইদের সিদ্ধান্তে গ্রুপের সকল সদস্যের সম্মাতিতে ৩০ জানুয়ারি ইস্ট কোস্ট পার্ক ভ্যনুঃ ফাইনাল হয়। সিদ্ধান্ত মোতাবেক আজ ৩০ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরের পূর্বে সবাই আসতে থাকেন ইস্ট কোস্ট পার্কে, শতাধিক ড্রাইভারদের পদচারণায় মূখরিত হয়ে উঠে ভ্যনুঃ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করা হয় , পরে মধ্যাহ্ন ভোজ। খেলাধূলা পর্বে যেমন খুশি তেমন সাজো, সঙ্গীত পরিবেশন করেন যার যার মতো করে। সর্বশেষ বিশেষ আকর্ষণ লাকী ড্র প্রথম পুরুস্কার ১টি Appo A3 pro মোবাইল ফোন , দ্বিতীয় পুরুষ্কার ১টি Appo A3X মোবাইল ফোন, তৃতীয় পুরস্কার ১টি wireless Earbuds, ৪র্থ পুরুষ্কার ৭ টি ওয়াটার ফ্লাক্স, এছাড়া আরো ১০০ জনকে দেওয়া হয়েছে সান্তনা পুরুষ্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্পন্সর করেছে উজ্জ্বল ট্রাভেলস। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সবাই আনন্দ উচ্ছ্বস প্রকাশ করেন, এবং আগামীতে আরো সুন্দর আয়োজনের অঙ্গীকার করেন।
Leave a Reply