1. admin@amaderchannel.online : admin :
  2. 2193wenona@powerscrews.com : rakib boss : rakib boss
  3. nnsabiha@gmail.com : SABIHA AKTER : SABIHA AKTER
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাকা -এম,আর,আউয়াল

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ Time View

 

টাকা
-এম,আর,আউয়াল

টাকা হলো অতি প্রিয় – টাকার বড়ই দাম,
এই টাকার জন্যই সকল মানুষ -করে কিন্তু কাম।
ভালবাসা আদর সোহাগ-যতই বলো ভাই,
টাকা থাকলে আছে কিন্তু -না থাকিলে নাই।
মুনি, মুজুর, এম পি, মন্ত্রী -সবারই চাই টাকা,
টাকা ছাড়া এই দুনিয়ায়-সকল কিছুই ফাঁকা।
পুত্র যদি পিতার হাতে -টাকা দিতে পারে,
সব সন্তানের চেয়ে বেশি -আদর করে তারে।
টাকা দিতে পারে যদি -আমার বড় ভাই,
প্রশংসায় পঞ্চমুখ -এই ভাইয়ের মতো নাই।
বোনের হাতে যদি যায়-টাকা দিতে পারা,
বোন বলে আমার ভাই -হলো বিশ্ব সেরা।
সখের গিন্নি অর্ধাঙ্গিনী – স্ত্রী বলি যারে,
টাকা দিতে পারলেই কিন্তু -বেশি আদর করে।
ছেলে মেয়ের হাতে যদি – টাকা দেয় বাবা,
এই বাবার মতো এ জগতে -আর আছে কেবা।
শশুর আর শাশুড়ী যারা -তাদের সম নাই,
টাকা থাকলে তারা বলে -কি গুনের জামাই।
ভালবাস তুমি যারে – মন প্রান দিয়া,
টাকা না থাকিলে দূরে -সরে যাবে প্রিয়া।
টাকা থাকলে মূর্খ হইয়াও- দলের বড় নেতা,
কোর্ট কাচারে,মেল বিচারে-টাকায় বলে কথা।
অর্থ হলো অনর্থের মূল – গুনিজনে কয়,
টাকায় করে নেশা আবার -গুন্ডা পান্ডাও হয়।
সৎ উপার্জনে সঠিকভাবে- হইতে পারলে ধনী,
সে-তো আসল টাকার মালিক-হইল গুনি মানী।
অসৎ পথে হয় যদি – অনেক টাকা তোমার,
টাকার জন্য পরপারে – হবে কঠিন বিচার।
টাকা টাকা করে মানুষ -চিৎকার করলে ফা্ঁও,
খালি হাতেই যেতে হবে – চুখ বুজিয়া চাও।
তাইতো বলি সৎ উপায়ে -টাকা কামাও ভাই,
নয়তো কিন্তু রোজ হাশরে -উপায় অন্ত নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই