
পীর মুর্শিদের শান
শাহ্ ইকবাল হোসাইন ৩/৬/২৫ইং
পীর মুর্শিদের পথে মোরা চলিবো আমি
তৌহিদেরি নিশান উড়াইয়া
চলে যাবো শাফাই শাহ বাড়ি
সিরাতুল মুস্তাকিম পথে চলিবো মোরা। ঐ
পীর মুর্শিদের কাছে গেলে
তরিকতের রাস্তা চেনায়,
শরীয়তের নামাজ রোজা
পালন করতে হবে
পীর মুর্শিদের
আদেশে মতে চলতে হবে । ঐ
মা বাবার খেজমত করিবে
পীর মুরশিদ ভক্ত গন কে এ কথা বলা,
মা বাবার কবরে গিয়ে জিয়ারত করো সবাই
মাজার শরীফ সেজদা না দিয়ে।
জিয়ারত করিবো সবাই। ঐ
ইকবাল শাহ মুর্শিদেরি
শান লিখে গেলাম আমি
মৃত্যুর পর আমায় দাফন করিও
মসজিদেরি প্বাশে
আজানের শব্দ যেন
আমার কবরে আসে। ঐ
নিশিতে নিরবে ওলি আউলিয়া
আল্লাহর জিকির করে
রাস্তা দিয়ে নিশি রাতে যেন যায়
তিনিরা আমার কবরে
জিকিরের শব্দ যেন আমি শুনতে পাই। ঐ
Leave a Reply