
এই যুগের ভয়ংকর বিষদাঁত হলো ষড়যন্ত্রের প্লাটফর্ম-নিগাহে অলি
এই যুগে সবচেয়ে ভ-য়ং-কর অ-স্ত্র হলো গভীর ষ-ড়-য-ন্ত্রে-র প্ল্যাটফর্ম—
যেখানে হাসির আড়ালে বি-ষ,
আর উপদেশের আড়ালে থাকে ধ্বং-সে-র নকশা।
সব উপদেশ কল্যাণের জন্য নয়।
সব কাছের মানুষ নিরাপদ নয়।
কিছু কথা আসে পথ দেখাতে নয়,
বরং ধীরে ধীরে পথ হারিয়ে দিতে।
👉 যেখানে নৈতিকতা নেই, সেখানে কৌশলই ষ-ড়-য-ন্ত্রে পরিণত হয়।
👉 অন্যের ক্ষতির পরিকল্পনা কখনো সফলতা নয়, তা শুধু সময় কেনা অপরাধ।
👉 যে বুদ্ধি মানুষকে ভা-ঙে, সে বুদ্ধি অভিশাপ।
👉 ষ-ড়-য-ন্ত্রে জড়ানো মানে নিজের চরিত্রকে বন্ধক রাখা।
এইসব গভীর ষড়যন্ত্রের প্ল্যাটফর্ম থেকে মুক্ত থাকা কেবল বুদ্ধিমত্তা নয়—
এটা নৈতিক দায়িত্ব,
এটা আত্মার নিরাপত্তা,
এটা ফরজ।
মনে রেখো—
জীবন তোমাকে বিচার করবে না কথায়,
বিচার করবে তোমার উদ্দেশ্যে।
তুমি কার পক্ষে দাঁড়িয়েছ,
আর কার বিরুদ্ধে নীরবে ষ-ড়-য-ন্ত্র করেছ—
এই হিসাব একদিন ঠিকই সামনে আসবে।
👉 চুপচাপ সরে যাওয়াই অনেক সময় সবচেয়ে বড় জয়।
👉 সব লড়াই জেতা যায় না, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই বাঁচার পথ।
👉 যেখানে ষ-ড়-য-ন্ত্র, সেখানে শান্তি নেই।
নিজেকে রক্ষা করো।
নিজের ঈমান, নীতি আর মানবতাকে বাঁচাও।
কারণ যে ষ-ড়-য-ন্ত্র থেকে দূরে থাকে,
সে-ই প্রকৃত অর্থে নিরাপদ।
#উদ্দেশ্যমূলক_উপদেশ
#ষড়যন্ত্র_থেকে_মুক্তি
#নৈতিকতা
#ফরজ
#চরিত্র
#সতর্কতা
#আত্মরক্ষা
#জীবনের_শিক্ষা
#মানবতা
#কর্মফল
Leave a Reply