
বিশ্ব সূফী ঐক্য পরিষদে সারাদেশে ও প্রবাসে সদস্য সংগ্রহ চলছে
বিসমিল্লাহির রাহমানির রাহিম
🥀🙏🥀 বিশ্ব সূফী ঐক্য পরিষদ 🥀🙏🥀
World Council for Sufi Unity (WCSU)
*একটি অরাজনৈতিক সূফী সংগঠন*
(সারাদেশে ও প্রবাসে সদস্য সংগ্রহ চলছে)
শ্রদ্ধেয় পীর-মাশায়েখ, আলেম ওলামা, মুর্শিদ-মুরীদ, সূফীবাদী অনুসারী মাজার-দরগা ও খানকার গুরুভক্ত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ইতোমধ্যে আমরা তরিকার পীর মাশায়েখ, আলেম ওলামা ও সূফীবাদী অনুসারী আশেকান, জাকেরান ও মুরিদানবৃন্দ “বিশ্ব সূফী ঐক্য পরিষদ” নামে একটি সূফীবাদ ভিত্তিক ধর্মীয় সংগঠন গড়িয়া তুলিয়াছি।
এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হইলো যে, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ও মানব সম্প্রদায়ের মধ্যে সূফীবাদের আদর্শে প্রকৃত ধর্মচর্চার এক নব ব্যবস্থা ও নব দিগন্তের উন্মেষ ঘটানো। ধর্মচর্চা তথা প্রকৃত ধর্মচর্চাই মানব সম্প্রদায়ের মুক্তি লাভের প্রকৃত পথ। মানুষকে অধর্ম হইতে ধর্মের পথে ফিরাইয়া আনার জন্যই যুগে যুগে নবী রাসুল ও অলি আউলিয়াগণের আবির্ভাব হইয়াছে এবং তাহারা সূফীবাদের মাধ্যমে ধর্মের নিগূড় চর্চা করতঃ সত্যপ্রাপ্ত হইয়াছে এবং মানবজীবনে সত্য প্রতিষ্ঠা করিয়াছে। নবী ও রাসুলগণ নবুওয়াত ও রেসালাত এবং অলি আউলিয়াগণ বেলায়েতি শক্তির মাধ্যমে ধর্মের প্রকৃত সত্য তথা মারেফত ও হাকীকতের জ্ঞান উন্মোচন করিয়া মানবজাতিকে প্রকৃতভাবে ধর্মজ্ঞান ও সত্যজ্ঞান দান করতঃ মুক্তির পথ দেখান। তাই মানবজাতির শান্তি ও মুক্তির জন্য সূফীবাদ ভিত্তিক আদর্শ ও ধর্মচর্চার মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী একটি ধর্মীয় পুনর্জাগরনের জন্য এই সংগঠনটি গঠন করা হইয়াছে।
এই সংগঠন মুসলিম উম্মাহ ও মানবজাতিকে বহু বিভক্তি থেকে মুক্তিপূর্বক সত্য, শান্তি ও ধর্মের পথে ঐক্যবদ্ধ ও একত্রিত করার সর্বপ্রয়াস গ্রহণ করিবে। এই কর্মের সাফল্যের জন্য এই সংগঠন দেশ ও বিদেশের সকল ধর্মপ্রান মানুষ ও সকল পীর মাশায়েখ, আলেম ওলামা, আশেকান ও মুরিদান বৃন্দদেরকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করা হইতেছে।
এই সংগঠন সকল মাজার শরীফ, দরগাহ শরীফ, খানকাহ শরীফ সহ সকল তরিকার এবং সূফীবাদে বিশ্বাসী নেতৃবৃন্দকে বিশ্ব সূফী ঐক্য পরিষদের সদস্যপদ গ্রহণ করতঃ নাম রেজিস্টারভুক্ত করার আহ্বান করা হইতেছে।
এই সংগঠন বাংলাদেশ সহ বিশ্বের সকল মাজার শরীফ, দরগাহ শরীফ ও খানকাহ শরীফে সকল প্রয়োজনে পাশে থাকিবে এবং সত্যবিরোধী, ধর্মবিরোধী, মাজার শরীফ ও খানকাহ শরীফ বিরোধী, শয়তানের পূজারী তথা শয়তানের দলের তথাকথিত ধার্মিক লোকদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে এই সংগঠন যথোপযুক্ত প্রতিরোধ গড়িয়া তুলিয়া তাহাদের প্রতিহত ও পরাভূত করা হইবে ইনশাআল্লাহ।
তাই সকল মাজার শরীফ, দরগাহ শরীফ, খানকাহ শরীফ সহ সকল তরিকার এবং সূফীবাদে বিশ্বাসী লোকদের এই সংগঠনের পতাকাতলে একত্রিত ও সংগঠিত হওয়া একান্ত আবশ্যক।
তাই আমরা পুনরায় বাংলাদেশ সহ বিশ্বের সকল পীর-মাশায়েখ, আলেম ওলামা, মাজার শরীফ, খানকাহ শরীফ, দরগাহ শরীফের নেতৃবৃন্দের ও সুফিবাদে বিশ্বাসী সকল ধর্মপ্রাণ মানুষদের বিশ্ব সূফী ঐক্য পরিষদ-এর নেতৃত্বে ও পতাকাতলে সংগঠিত হওয়ার জন্য এবং সাংগঠনিক এবং প্রয়োজনীয় আর্থিক অনুদান করার জন্য আহ্বান করা গেলো।
আপনার প্রতি আমাদের আহ্বানসমূহ-
* আপনার এলাকার খানকা ও দরবার শরীফ সমূহকে
অত্র সংগঠনের সাথে যুক্ত করুন।
* বিশ্ব সূফী ঐক্য পরিষদের ফেসবুক পেজ ভিজিট ও ফলো দিয়ে পাশে থাকুন। ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/share/17cBY2sNZm/
শুভেচ্ছান্তেঃ
শাহসূফী মুফতি মাওঃ আবুল কালাম আজাদ কুতুবপুরী
সভাপতি
বিশ্ব সূফী ঐক্য পরিষদ
মোবাঃ ০১৭২৬-০৪৯৯৫৫
শাহসূফী মোঃ বেলাল নূরী
মহাসচিব
বিশ্ব সূফী ঐক্য পরিষদ
মোবাঃ ০১৭১২-৯৯৫০৮৬
শাহসূফী তৌহিদুল ইসলাম চিশতী নিজামী
সাংগঠনিক সম্পাদক
বিশ্ব সূফী ঐক্য পরিষদ
মোবা: ০১৭৫৩-৩৩৩৩৯২
Leave a Reply