
খাজা বাবার আশেকান সংগঠন এর কার্যনির্বাহী কমিটি নবায়ন বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আমাদের নিউজঃ কুরগাও চারিগ্রাম খাজা বাবার আশেকান সংগঠনের উদ্যোগে গতকাল ৬ই নভেম্বর খানকাহ্ শরীফে কার্যনির্বাহী কমিটি নবায়ন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ মেম্বার , জনাব আমিনুল ইসলাম মেম্বার , তরুণ নেতা সাজু ভাই সহ সকলের উপস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটি সফল আলোচনা সম্পন্ন হয়েছে। সম্মিলিত আলোচনায় ৩ টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আগামী ২৮ শে নভেম্বর পূনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এজেন্ডা ৩টি হলো- ১. খানকাহ্ শরীফের ছাদ ঢালাই, ২. কার্যনির্বাহী কমিটি নবায়ন ও ৩. আগামী ওরশ মোবারকের প্রস্তুতি।
সভায় আশেকানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন – করিম পাগল, মোঃ আব্দুর রহিম, মোঃ আব্বাস উদ্দীন, মোঃ জসিম উদ্দিন, মোঃ রফাজ উদ্দিন ভান্ডারী, মোঃ মোছলেহ্ উদ্দিন ভান্ডারী, মোঃ আব্দুল আওয়াল ভান্ডারী, মোঃ মহররম হোসেন, মোঃ শাহীন ভান্ডারী, মোঃ আনোয়ার হোসেন সরকার, মোঃ তাছের মিয়া প্রমূখ। সকলের প্রত্যাশা ভালো কিছু হবে আগামীতে
একে অপরকে জানিয়ে আগামী ২৮ নভেম্বর সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হইল। উল্লেখ একই দিনে মাসিক মাহ্ফিল ছঠি শরীফ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
Leave a Reply