
যুবরাজ ইয়ামিন সরকারের কন্ঠে শীঘ্রই আসছে মাওলানা নজরুল ইসলাম সাধকপুরী বাবাজানের এর শান
আমাদের বিনোদনঃ আধ্যাত্বিক লেখক ও গবেষক ছানীয়ে রুমী আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী আল্ কাদেরী আল-মাইজভান্ডারী রহমাতুলাল্লাহি আলাইহি একজন ভালো মাওলানা ছিলেন। তৎকালীন বিভিন্ন দরবার শরীফের ওরশ মোবারক ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অসংখ্য প্রোগ্রাম করেছেন তিনি। ওনার প্রতিটি প্রোগ্রামে তরিকত তাসাউফের আলোচনার পাশাপাশি জিকিরে জজবা হতো, জিকিরে জজবা হালে বহু স্রোতা আশেকান মাওলার প্রেমে মশগুল হয়ে বেহুস হয়ে যেতেন, সুবাহানাল্লাহ্! এতোবড় একজন জবরদস্ত মাওলানা হয়েও তিনি লিখেছেন অসংখ্য গান, আশেক প্রেমিকদের আত্মার খোরাক! শুধু তাই নয়, তিনার মহান মুর্শিদ বাবা মঈনুদ্দীন আল-মাইজভান্ডারী, আল-হাসানী, ওয়াল হোসাইনি রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশ ও এজাজতে ওনার নিজের লেখা অসংখ্য গান নিজ কন্ঠে গেয়ে রেখে গেছেন আমাদের জন্য। যা সকল স্যোসাল মিডিয়ায় প্রবাহমান, মাশাআল্লাহ্! যেসব গান যুগ যুগান্তর আশেক প্রেমিকদের হৃদয়ে আল্লাহ্, আল্লাহর রাসূল, আহলে বায়াত পাক্ পাঞ্জাতন ও পীর মুর্শিদদের ঐশী চেতনা চির জাগ্রত রাখবে। সেই প্রেমময় বাবা নজরুল ইসলাম সাধকপুরী রহমতুল্লাহি আলাইহি এর পাক দরবারে সঙ্গীত হবে না, তা কিরে হয়? এই বছর বাবাজান কেবলার পবিত্র ওরশ মোবারক এর ১০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ, আসছে নতুন সঙ্গীত।

বাউল সূফী সাধক আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহি আলাইহি ও মমতাজ বেগম এর ঘরানার যোগ্য উত্তরসূরী মহারাজ ছোট আবুল সরকারের সূযোগ্য ছাত্র এ সময়ের অন্যতম জনপ্রিয় বাউল কন্ঠশিল্পী যুবরাজ ইয়ামিন সরকারের দরদি কন্ঠে আসছে দুটি নতুন গান, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শীঘ্রই বিভিন্ন স্যোসাল প্লাটফর্মে রিলিজ হবে গানগুলো।

পীরজাদা মুফতি শামস্ তিবরীজ সাধকপুরী (মাঃজিঃআঃ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নজরুলীয়া ফাউন্ডেশন বাংলাদেশ
গানগুলো প্রচার প্রকাশের জন্য সদয় সম্মতি জানিয়েছেন নজরুলীয়া দরবার শরীফ এর গদ্দিনিশীন পীর ও নজরুলীয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনাব পীরজাদা মুফতি শামস্ তিবরীজ সাধকপুরী (মাঃজিঃআঃ) সাহেব এবং নজরুলীয়া ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা ও নজরুলীয়া দরবার শরীফের বড় শাহ্জাদী জনাবা নূর-এ-জান্নাত সাধকপুরী সাহেবা । সংগ্রহিত সুরে গানের কথা লিখেছেন বাবা নজরুল ইসলাম সাধকপুরী রহমতুল্লাহি আলাইহি এর ভক্ত মুরিদ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী, আশা করি গান গুলো তরিকত তাসাউফের ভক্ত আশেকানদের হৃদয়ে আলো ছড়াবে ইনশাআল্লাহ!
Leave a Reply