ভাঙা খাঁচার মরমর ধ্বনি | হোসেন গীতি
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
ভাঙা খাঁচার মরমর ধ্বনি
ঘনঘন শুনতে পাই
এই ঘরের আর নিরাপত্তা নাই;
পাখি মোর পলাইতে চায়
এই ঘরের আর নিরাপত্তা নাই॥
কতো সুন্দর ছিলো আমার
সাধের দেহ ঘর
অবহেলায় অত্যাচারে
হইয়াছে নড়বর,
এখন , যম চেপেছে মাথার উপর
ভাবে বুঝি বেলা নাই॥ ..ঐ
সময় থাকতে করলি না মন
এই দেহের যতন
দিনে দিনে সোনার অঙ্গ
হইয়াছে পতন
এখন, কেঁদে কেঁদে যাবে জীবন
দয়া বীনে শান্তি নাই॥ ..ঐ
কোথায় হে নজরুল চাঁন তোমার
পাগল অসহায়
দয়া করে এসো একবার
হোসেনের বাসায়
তোমার নূরী চরণ বুকে ধরে
এই জনমের সাধ মিঠাই ॥..ঐ
গান নং- ২৩৫
০৩/০৫/১৬, তোয়াজ, সিঙ্গাপুর
#amaderchannel #আমাদের_চ্যানেল
#মোহাম্মদ_মহররম_হোসেন_মাহ্দী
#মহররম_হোসেনের_গান #হোসেন_গীতি #সূফী_গান #ফকিরি_গান maharram_hossain_song #hossengitti #fokiri_gaan #sufi_gaan
Leave a Reply