সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
আমাদের প্রতিনিধিঃ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (লন্ডন প্রবাসী) গীতিকার শাহ শফিক মিয়া সাহেবের উদ্যোগে সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের
অত্যান্ত সুন্দর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে আশা করি উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে
সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের একটি কার্যকরী পরিষদ অত্যান্ত সুন্দর করা হবে,,এতে করে সুনামগঞ্জ জেলার গীতিকার বাউল ও যন্ত্র শিল্পীদের সার্বিক কল্যাণ সাধিত হবে বলে আশা করছি,,,
বাউল ফকির বাবুল শাহ্ কে আহ্বায়ক ও গীতিকার কলমদর আলী কে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয় , অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক – বাউল আলতাব আলী, বাউল সিরাজ উদ্দিন, বাউল রনেশ ঠাকুর, গীতিকার বাউল নেছার উদ্দিন, ডাঃ গীতিকার এমরুল কায়েছ, বাউল মছন্দর আলী, বাউল অন্ধ ছুফান উদ্দিন, শৈলেন দাশ (ঢোল বাদক), ক্বারী আব্দুল ওয়াদুদ, প্রাচীন বাউল সাজিদ মিয়া, গীতিকার বাউল আলী আমজাদ, গীতিকার এইচ আর রানা, বাউল গীতিকার উসমান গনি, আনোয়ার রেজা (বংশী বাদক), ঢোল বাদক শানুর মিয়া, বাউল দিলাল উদ্দিন সরকার, বাউল আজম আলী, বাউল জয়নাল আবেদীন, সফিক মিয়া (ঢোল বাদক) , তাজু মিয়া ( ঢোল বাদক), গীতিকার আব্দুস সামাদ, বাউল শরীফুল ইসলাম, গীতিকার মিলন মিয়া, গীতিকার ছালিক শাহ্, বাউল কুঠি মিয়া, গীতিকার বাউল আশিক মিয়া, বাউল সাজিদ মিয়া আমিরী, বাউল আব্দুল গাফফার, বাউল আব্দুল ওয়াদুদ, গীতিকার আলাই মিয়া, বাউল আব্দুল খালিক।
সদস্য যথাক্রমে – বাউল তোতা মিয়া, বাউল ছালেহ আহমদ, বাউল আশিক সরকার, বাউল আমজাদ পাশা, বাউল আজিজ রেজা, কায়েছ কীবোর্ড মাস্টার, বাউল শফিকুন নূর, বাউল শাহ জামাল, বাউল শামছুল হক, বাউল মধু ভান্ডারী, তাজু মিয়া ( বংশী বাদক), আবুল কাশেম ( কীবোর্ড মাস্টার), আলামিন (ঢোল বাদক), গীতিকার রশিদ মিয়া, ডালিম (ঢোল বাদক)
গীতিকার কলমদর আলী
সদস্য সচিব
সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদ, আহবায়ক কমিটি
Leave a Reply