আমি চলে গেলে
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
আমি চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না
আমার আশায় কেউ দিন গুনবে না!
পৃথিবী আগে মতোই চলবে অবিরাম
আমার জন্য ঝরবে না নোনাজল অনুক্ষণ!
আমার প্রিয়জনেরা আমায় ভুলে যাবে দু’চার দিন পর স্বার্থের মোহজাল বুনবে নিরন্তর!
আসা আর যাওয়া পৃথিবীর নিষ্ঠুর বিধান
ক্ষণিকের প্রেম -প্রীতি সে তো মায়ার বাঁধন!
তারিখ:২৪/০১/২০২৫ ইং
বুড়িচং, কুমিল্লা।
Leave a Reply