কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট ঢাকায় আটক – আব্দুল আলীম অভি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঢাকা আফতাবনগর এলাকা থেকে আটক করেছ।
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।
বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আফতাবনগর এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিক কালিয়াকৈর থানাকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও পলায়নের পর থেকে ইসতিয়াক কবীর সম্রাট আত্মগোপনে ছিলেন।
কালিয়াকৈর থানার অপারেশন ইন্সপেক্টর যোবায়ের আহমেদ জানান, বাড্ডা থানা থেকে সম্রাটকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। দ্রুত তাকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হবে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
২৪-০১-২০২৫ ইং
মোবাইল: ০১৭১২৮৮৬২২৯
Leave a Reply