মূর্খ
সূফী কবি শামীম রেজভী
মূর্খ দেশে মূর্খ কিছু আলেম,
নামের জালেম,
পতিতালয় জায়েজ বানাই
মাজার হয় প্রবলেম।
সুদকে তারা হালাল বানাই
মাজারকে করে হারাম,
বেশ্যা পাড়ায় যাই মৌলবি
গায়ে পেতে আরাম।
মদের বারের সরাত খানাই
মোল্লা বেটার সুখ,
মাজারে খিচুড়ি দেখলে
বড় হয়ে যাই চোখ।
নাইট ক্লাবে মোল্লা বেটাই
নর্তকি দেয় আন্জা,
মাজারে নাকি জিয়ারত হয় না
মোল্লায় দেখে গান্জা।
বলৎকারি করতে মোল্লায়
করে মাদ্রাসা,
মাজারে নাকি মোল্লার চোখে
দেখে শুধু নেশা।
চরিত্র তার লেবাস ধারি,
দাড়ি টুপি জুব্বা
নিজে তারা জান্নাত বেচে
যার পায়ে নাই দুব্বা।
মাজার দেখলে মোল্লা বেটার
গায়ে ধরে জ্বালা,
মাজারের টাকাই মসজিদে খাই।
এই হিসাবটা ভালা।
কি বলব রে মূর্খ আলেম
কুকুর অনেক দামি,
বেহেশতে যাইব কুকুর আগে
বলে জগৎ স্বামী।
অদম শামীম বলে গেছে
নাদান আলেম যারা,
মাজার ভাংগার পূর্ণ হিসাব
তদের জন্য খাড়া।
Leave a Reply