চট্টগ্রামে ঐতিহাসিক ১৮ই জিলহজ্ব
ঈদ-এ-গাদীর উদযাপন
“মান কুনতু মাওলাহু ফাহাজা আলীয়ুন মাওলাহু”
আমি যার যার মাওলা আলীও তার তার মাওলা।
-আল হাদিস
চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৬ শে জুন ২০২৪ ইংরেজি বুধবার জিইসি কনভেনশন হল, চট্টগ্রামে মাওলার মাওলায়েত ঘোষণার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার, র্যালী ও সেমা মাহফিল সহ নানা কর্মসূচির মাধ্যমে মহা সমারোহে পবিত্র ঈদ-এ-গাদীর উদযাপন।
গাদীরে খুমে মহান পবিত্র বেলায়ত এবং ইমামতের ঘোষণার মাধ্যমে দ্বীন ইসলাম ও নেয়ামত সমূহের পরিপূর্ণতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–
____________________________________
মেহমানে আলা–
মহান সম্মানিত আওলাদে রাসূল (স.), আওলাদে গাউছুল আজম শাহজাদা হযরত সৈয়দ শাহাদাত উদ্দীন আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)
সাজ্জাদানশীন: গাউছিয়া রহমান মঞ্জিল, মহিজভান্ডার দরবার শরীফ।
—————–
-সভাপতির আসন অলংকৃত করেন,
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত সৈয়দ গোলাম মোরশেদ আল হাসানী, ওয়াল হোসাইনী, আল-মাইজভান্ডারী (মা.জি.আ)
সাজ্জাদানশীন: পাউছিয়া ছোবহান মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ।
—————–
-দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,
আওলাদে রাসুল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ ইকবাল ফজল আল হাসানী, ওয়াল হোসাইনী, আল মাইজভান্ডারী (ম.জি.আ.)
সাজাদানশীন, পাউছিয়া ওহাব মঞ্জিল, মহিজভান্ডার দরবার শরীফ।
__________________________________
মহা সম্মানিত আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) পাকগণ–
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত ছৈয়দ নুর হোছাইন আল হাসানী, ওয়াল হোসাইনী, আল মাইজভান্ডারী, (মা.জি.আ.)
সাজ্জাদানশীন: দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী।
————–
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত সৈয়দ ইমরান আহমেদ আল হাসানী, ওয়াল হোসাইনী, আল মাইজভান্ডারী (মা.জি.আ.)
সাজ্জাদানশীন: গাউছিয়া হাদী মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ।
—————
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত সৈয়দ রাজিবুল হাসান আল হাসানী, ওয়াল হোসাইনী, আল মাইজভান্ডারী (মা.জি.আ.)
সাজ্জাদানশীন: দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী।
—————–
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত সৈয়দ আতিকুল ইসলাম আল হাসানী, ওয়াল হোসাইনী, আল মাইজভান্ডারী (মা.জি.আ.)
সাজ্জাদানশীন: গাউছিয়া ওহাব মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ।
—————-
আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছুল আজম (ক.) শাহজাদা হযরত সৈয়দ নজিব উল্লাহ আল হাসানী, ওয়াল হোসাইনী, আল-মাইজভান্ডারী (মা.জি.আ) সাজ্জাদানিশীন
Leave a Reply