মহা সমারোহে নজরুল বাবার খোশরোজ শরীফ উদযাপন
সাবিহা ছবিঃ জজবা সম্রাট ছানীয়ে রুমী হযরত মাওলানা আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী আল-মাইজভান্ডারী (রহঃ) এর মহা পবিত্র খোশরোজ শরীফে মহান ২২ শে জৈষ্ঠ মহা সমারোহে অনুষ্ঠিত হয় । বাবাজান কেবলার পবিত্র রওজা শরীফ বুরিচং মঈনিয়া নজরুলীয়া দরবার শরীফ কুমিল্লা এবং ঢাকা আস্তানা শরীফে একযোগে অনুষ্ঠিত হয় খোশরোজ শরীফ মাহফিল।
বুরিচং দরবার শরীফে বড় শাহ্জাদা হযরত মাওলানা আল্লামা মুফতি শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী ও ছোট শাহ্জাদা হযরত মাওলানা আলহাজ্ব শামস্ তিবরীজ সাদকপুরী আল-চিশতী অনুষ্ঠান পরিচালনা করেন। সারাদেশ থেকে আগত খলিফা ভক্ত আশেকানদের সাথে তরিকত তাসাউফের আলোচনা, মিলাদ দুরুদ, জিকির ও জজবার মাধ্যমে সারারাত অতিবাহিত করেন। ঢাকা আস্তানা শরীফে আগত ভক্তদের মাঝে আধ্যাত্মিক আলোচনা ও জজবা পরিচালনা করেন দরবার শরীফের বড় শাহ্জাদী খাজাকি মাস্তানী নূর-এ-জান্নাত আল-সাধকপুরী । এছাড়া অনুষ্ঠানে বাবাজান কেবলার জীবন ও কর্ম প্রচার প্রসারে দেশের ওলী আওলিয়াদের ওরশ মোবারকে নজরুলীয়া দরবার শরীফের আস্তানা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply