আব্দুস ছালাম চিশতি রহঃ স্বরণে
মিলাদ, জিকির ও দোয়া মাহফিল
— মোঃ আমিনুল ইসলাম সুজন
বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আল্লাহ্, ইয়া রাসূলূল্লাহ্, ইয়া আওলিয়া আল্লাহ্, ইয়া আহলে বায়াত পাক্ পাঞ্জাতন । আসছে ৪ঠা মে ২০২৪ ইংরেজি, বাদ এশা হতে উদযাপিত হবে শাহ্ সূফী ডাঃ এম এ আওয়াল ঢিশতী রহঃ এর একন্ত অনুগত ভক্ত আব্দুস ছালাম চিশতি (রহঃ) এর স্বরনে মিলাদ জিকির ও দোয়া মাহফিল । স্থানঃ কুরগাঁও, নবীনগর, সাভার, ঢাকা । প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজভী সুন্নী আল কাদেরী পীর সাহেব, মূলগ্রাম রেজবীয়া গাউছিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও সূফী প্রেমিক আশেকান জাকেরান ভক্তিমূলক ভাবসঙ্গীত পরিবেশন করবেন। আয়োজক কমিটির পক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন মোঃ মোছলেহ্ উদ্দিন ভান্ডারী ভাই । আমি বিনম্র শ্রদ্ধা সহ আয়োজনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
Leave a Reply