১২ ঘাটের মেলার মানুষ
মোঃ ইয়ামিন মাইজভান্ডারী
১২ ঘাটের মেলার মানুষ
পাগল খারাপ ভন্ড
আসল মানুষ করেন খেলা
প্রভুর সাথে নিত্য।।
ঘাটের পাশে বন্ধু আছে
বন্ধু কি জানি মোরে বলে
বন্ধু আমার পথের বান্ধব
বন্ধু ছাড়া চলি না।।
কেহ হয় আওলাদে রাসুল
কেহ বা হয় নায়েবে রাসুল
দমের ঘরে করে খেলা
নফসো টারে চিনে লয়।।
পিপাসায় আমার ফেটে যায়
পানির জন্য করি হায় হায়
কে’ও দিবে মিষ্টি পানি
নোনা পানি মুখে নাই।।
হক ভান্ডারী জগতের পিতা
তুমি আমার জীবন দাতা
ইয়ামিন তোমার দুলো বালি
কবুল করে নাও পায়।।
Leave a Reply