ট্যুরিজম শিল্পে বিশ্বস্ত নাম টিএসি
—-কবির আহমেদ, ঢাকা জেলা প্রতিনিধি
ভ্রমণ পিপাসুদের উৎসাহ উদ্দিপনায় দিন দিন বেড়েই চলছে ট্যুরিজম শিল্পের চাহিদা। সারা বিশ্বজুড়ে সরকারি মালিকানায় এবং বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। টিএসি বাংলাদেশের অন্যতম একটি বিশ্বস্ত ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সম্মানিত এম ডি জনাব মজুমদার ওমর ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে একঝাক দক্ষ পরিচালকদের সুন্দর পরিকল্পনায় শুরু থেকেই সততার সাথে সেবা দিয়ে আসছে টিএসি। ইতিমধ্যে টিএসি, কর্পোরেট ট্যুর, বিজনেস ট্যুর, স্ট্যাটি ট্যুর, ফ্যামিলি ট্যুর, ও হানিমুন সহ অসংখ্য ট্যুর সফলভাবে সম্পন্ন করে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে। এক প্রশ্নের জবাবে সম্মানিত এম ডি মহোদয় বলেন, টিএসির সার্ভিসে কতটুকু সন্তোষ্ট তা গ্রাহকদের সাথে কথা বললেই বুঝতে পারবেন। মজার ব্যাপার হলো আমাদের রিপিট কাস্টমারই বেশি, অর্থাৎ একবার যারা আমাদের সাথে ভ্রমণ করেছেন, তারা আর অন্য কোথাও যায় না। কাস্টমারদের আস্থা ও ভালোবাসাই আমাদের প্রধান পুঁজি। আলহামদুলিল্লাহ্, ৫ বছরের অর্জন ও অভিজ্ঞতায় আমরা অত্যন্ত আনন্দিত, শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে। ভ্রমণ পিপাসুদের উদ্দেশ্য তিনি বলেন, ভয় পাবেন না, ভুল জায়গায় যেয়ে প্রতারিত হবেন না। প্যারামূক্ত ভ্রমণে টিএসি পরিবার সবসময় প্রস্তুত, টিএসি কে জানুন, টিএসি সম্পর্কে খবর নিন, টিএসির সাথে ভ্রমণ করুন।
আমি ব্যক্তিগতভাবে টিএসির সাথে ভ্রমণ করেছি, তাদের সার্ভিস খুবই ভালো। নিঃসন্দেহে যে কেও টিএসির সাথে প্যারামূক্ত ভ্রমণ করতে পারেন। আমাদের চ্যানেল পরিবারের পক্ষ থেকে টিএসি জন্য রইল অবিরাম শুভকামনা।
কবির আহমেদ, ঢাকা জেলা প্রতিনিধি
Good