
এস এস সি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা
আমাদের চ্যানেল ডেস্কঃ আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরীক্ষাগুলো সারাদেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র নির্ধারণ, খাতা ছাপানোসহ যাবতীয় প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হবে।”
এদিকে পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। অভিভাবকরাও সন্তানের পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও সময়মতো ফল প্রকাশের প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই এইচএসসি ও সমমানের ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ ও গুরুত্ব সবসময়ই বেশি থাকে।
#viralpost2025 #আমাদের_চানেল #amaderchannel
#SSCExam #SSCHSC #SSC2026 #এসএসসি_পরীক্ষা #SSCUpdate #EducationNews #শিক্ষাখবর #BoardExam #ExamUpdate #বাংলাদেশশিক্ষা #EducationBangladesh #StudentsLife #ExamPreparation #StudyTime #EducationMinistry #InterBoard #FutureGeneration #AcademicNews
Leave a Reply