আল্লাহর নবী নূরের নবী গো| কালামে সাধকপুরী
– আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী (রহঃ)
আল্লাহর নবী নূরের নবী গো
আপনি আমার জীবনের জীবন ||
আপনি আমার জীবন সাথী
অন্ধকার কবরের বাতি
আপনি আমার নির্জন নির্ধনিয়ার ধন;
রহমাতাল্লিল আলামিন
আপনি উম্মতের জামিন
গুনাগার উম্মতের আপনজন || ঐ
প্রেমেতে হইয়া মাতাল
প্রেমিক হয় হযরত বিল্লাল
পাইল উমাইয়ার জ্বালাতন
দেখে তাহার প্রেমভক্তি
বিল্লাল কে দিলেন মুক্তি
দয়া করে দান করলেন চরণ || ঐ
দেখিয়া আপনার মোজেজা
ভাগ্যবতী মা খাদিজা
সঁপে দিল জীবন আর যৌবন
মাল দৌলত যাহা ছিল
চরণে সঁপিয়া দিল
আপনারে বানাইলো আপন || ঐ
যে দেখিলো আপনায় নয়নে
ভুলে না তার জীবনে
দিবানিশি নাম করে স্মরণ
এই আশায় সাধকপুরী
চরণ ধরে মঈনভান্ডারীর
পাব বলে আপনার দরশন || ঐ
#amaderchannel #আমাদের_চ্যানেল
#কালামে_সাধকপুরী #নজরুল_ভান্ডারীর_গান #সূফী_গান #ফকিরি_গান #kalame_sadukpuri #nazrul_vandarir_gaan #fokiri_gaan #sufi_gaan
Leave a Reply