1. admin@amaderchannel.online : admin :
  2. 2193wenona@powerscrews.com : rakib boss : rakib boss
  3. nnsabiha@gmail.com : SABIHA AKTER : SABIHA AKTER
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভালো কাজের প্রসংশা করা উচিত, আজ আমাদের প্রিয় মানুষ সাইদুল ইসলাম ভাই 

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৯৬ Time View

ভালো কাজের প্রসংশা করা উচিত, আজ আমাদের প্রিয় মানুষ সাইদুল ইসলাম ভাই 
আমরা সুযোগ পেলেই দেশী ভাইদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধারে লেগে পরি, তাদের দোষ আর অপরাধ ছাড়া ভালো কিছু দেখতে পাই না। যদিও এর জন্য যুক্তিসঙ্গত কিছু কারণও আছে। তবে আমি মনে করি হাজারো অপরাধের মাঝেও যতটুকু ভালো গুনগুন পাই তার প্রসংশা ও প্রচার প্রকাশ করা উচিত। তাহলে আমাদের ভালো মানুষগুলো উৎসাহিত হবেন এর বেড়ে উঠবে ভালো কাজের পরিমাণ। ভালোকাজের প্রসংশা ও কৃতজ্ঞতায় আজকে যার কথা তুলে ধরবো তিনি আমাদের কোম্পানির সবার প্রিয় মানুষ সিনিয়র ড্রাইভার সাইদুল ইসলাম ভাই। কোম্পানির অনেকের মূখেই শুনেছি সাইদুল ভাই আসার আগে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সার্ভিস পাওয়া যেত না, এ ছাড়া কাজের শেষে সুবিধা মতো লরি পাওয়া যেতো না। সাইদুল ভাই আসার পর কোম্পানির আমূল পরিবর্তন এসছে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সার্ভিস সহ প্রয়োজনীয় নানান সহযোগিতা পেয়ে থাকেন যা অনেকের মূখেই শুনেছি।তবে আমাকে বিশেষ ভাবে আকর্ষন ২২ ডিসেম্বর ২০২৫ ইং রাতের ঘটনাটি। রাত প্রায় ১২ টায় সাইদুল ভাই আমাকে ফোন দিয়ে বলেন, ভাই আজকে রাতে কোন টিকিট পাওয়া যাবে? জিজ্ঞেস করলাম হঠাৎ জরুরি টিকিট, কি সমস্যা ভাই? বললেন লোকমান ভাইয়ের মেয়ে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন), জরুরি দেশে যেতে হবে। আমি চেক করে দেখলাম টিকিট আছে, ভাইকে বললাম টিকিট পাওয়া যাবে কিন্তু পাসপোর্ট আছে কি? কারণ আমাদের কোম্পানি সহ বেশির ভাগ কোম্পানির প্রমিকদের পাসপোর্ট অফিসে জমা থাকে অনেকেই জানেন । ভাই বললেন পাসপোর্ট তো নেই, আর পাসপোর্ট ছাড়া তো যাওয়া ও যাবে না। দেখি কি করা যায়। ম্যাডামের সাথে যোগাযোগ করে ভাই বললেন টিকিট কনফার্ম করুন আমি পাসপোর্ট ব্যবস্থা করতেছি। সেদিন ভাইয়ের ছিল ঠান্ডা জ্বর কথা বলতে কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম। ভাই থাকেন চাঙ্গী টার্মিনাল ৫ এর ভিতরে কোস্টাল ডরমেটরিতে, ম্যাডামের বাসা পোঙ্গল নর্থশোর ড্রাইভ, আর আমাদের অফিস ইসুন এভিনিউ ওয়ানে। সেই রাতে অসুস্থ শরীর নিয়ে চাঙ্গী ডরমেটরি থেকে পোঙ্গল যেয়ে চাবি সংগ্রহ, তারপর ওখান থেকে ইসুন অফিসে যেয়ে পাসপোর্ট সংগ্রহ করে আবার ডরমেটরি থেকে লোকমান ভাইকে পৌঁছে দেন এয়ারপোর্টে। ফাইনালি লোকমান ভাই তার মৃত মেয়ের মূখটা শেষ বারের মতো দেখতে বাড়িতে যেতে সক্ষম হন। এই পুরো প্রসেসটা সফল করতে সারারাত ঘুমাননি সাইদূল ভাই। তার পরেও ওনার আনন্দের শেষ নেই একটি মানবিক কাজের সহযোগী হতে পেরে। এমনিভাবে আমরা সবাই যদি সহযোগী ও মানবিক হই তাহলে সমাজ সংসার তথা পৃথিবী আরো সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। বিনম্র শ্রদ্ধা জগতের সকল ভালো মানুষ ও ভালো কাজের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 আমাদের চ্যানেল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই