নজরুল বাবার প্রেমের মেলায়
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
৩০/০৯/২০২৫ইং টেম্পানিজ, সিঙ্গাপুর
নজরুল বাবার প্রেমের মেলায়
প্রেমিকেরা নাচে গায়
আয় কে যাবি নজরুলীয়া দরবার
বুরিচং থানা কুমিল্লায়।।
নজরুল বাবায় জাগৎ জুড়ে
প্রেমের বানী প্রচার করে
আশেক ভক্তের হৃদয় জুড়ে
ঐ নামের তুলনা নাই।।
প্রতি বছর দশ ডিসেম্বর
দরবারে বয় প্রেমের নহর
মাতোয়ারা আশেক অন্তর
পাগল হইয়া ছুটে যায় ||
প্রেমিকেরা দিশেহারা
আল্লাহ নবীর প্রেমে মরা
পীর মুর্শিদদের শান গায় তারা
স্বর্গের সুখে ভেসে যায় ||
হোসেনের হয় প্রেমশূন্য মন
তাই পাই না নজরুলের দর্শন
কাতরে করি আরাধন
চরণে রাখো আমায় ||
Leave a Reply