
ফকির দূরবীন শাহর কনিষ্ঠ পুত্র গীতি কবি আলম শাহ্ আর নেই
আমাদের চ্যানেল ডেস্কঃ বাংলা লোকসাহিত্য ও আধ্যাত্মিক সংগীতের অঙ্গনে নেমে এলো গভীর শোক। জ্ঞানের সাগর খ্যাত ফকির দূরবীন শাহর সুযোগ্য পুত্র, প্রখ্যাত গীতি কবি আলম শাহ আজ দুপুরে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গীতি কবি আলম শাহ ছিলেন বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক চেতনার এক নিবেদিতপ্রাণ সাধক। পিতা ফকির দূরবীন শাহর আদর্শ ও দর্শনের ধারাবাহিকতায় তিনি আজীবন মানবতা, প্রেম, আত্মশুদ্ধি ও স্রষ্টাভক্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর রচিত গান ও কবিতায় ফুটে উঠেছে গভীর জীবনবোধ, সমাজচেতনা এবং আধ্যাত্মিক দর্শন।
লোকসংগীতপ্রেমী শ্রোতাদের কাছে আলম শাহ ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন এক নাম। তাঁর সৃষ্টি বহু শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে এবং নতুন প্রজন্মের মাঝেও লোকসংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। সহজ-সরল জীবনযাপন, বিনয়ী স্বভাব ও মানবপ্রেমে ভরপুর এই গীতি কবি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
তাঁর ইন্তেকালের খবরে সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও অসংখ্য ভক্ত-অনুরাগী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তা জানানো হচ্ছে।
মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের ফরিয়াদ—
আল্লাহ তায়ালা যেন মরহুম গীতি কবি আলম শাহকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূরের আলোয় ভরে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
আমিন সুম্মা আমিন।
#গীতি_কবি_আলম_শাহ #ফকির_দূরবীন_শাহ
#লোকসংগীত #বাংলা_লোকসাহিত্য
#শ্রদ্ধাঞ্জলি #চিরবিদায় #বাংলা_সংস্কৃতি
#InnaLillahi #AlamShah #FakirDurbinShah
#BanglaFolk #FolkPoet #BanglaCulture
#RIPAlamShah #LegendLivesOn
#viralpost2025 #আমাদের_চানেল #amaderchannel
Leave a Reply