
হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক উদযাপিত হবে রাজশাহীতে, নিগাহে অলি
নিগাহে অলিঃ ইলম, তাকওয়া ও মানবতার মশাল প্রজ্বলনকারী মহান সুফি সাধক হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ব্যাপক ধর্মীয় আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৬, ২৭ ও ২৮শে রজব মোতাবেক ১৬, ১৭ ও ১৮ই জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে রাজশাহী জেলার শাহ মখদুম থানা এলাকায় অবস্থিত হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) দরবার শরীফ প্রাঙ্গণে এই পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ ওরশ শরীফে প্রতিদিন ফজরের নামাজের পর পবিত্র কোরআন খতমের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন থাকবে, যেখানে মহান আল্লাহ তায়ালার দরবারে উম্মাহর শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও প্রতিদিন বাদ মাগরিব ও এশার নামাজের পর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরামগণ ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবতার বার্তা তুলে ধরবেন।
ওরশ শরীফ চলাকালীন সময়ে দরবার শরীফে সার্বক্ষণিক জিকির, তাসবিহ ও ফাতেহা পাঠের ব্যবস্থা থাকবে, যাতে আগত ভক্ত, আশেকান ও মুসল্লিগণ আত্মিক প্রশান্তি লাভ করতে পারেন। ওরশের শেষ দিবসে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুরো অনুষ্ঠান সমাপ্ত হবে।
উল্লেখ্য, হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) এই অঞ্চলে ইসলামের আলো বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইলমী অবদান, তাকওয়া ও মানবসেবার আদর্শ আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। তাঁর স্মরণে আয়োজিত এই পবিত্র ওরশ শরীফ মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও হেদায়েতের পথে অগ্রসর হওয়ার এক অনন্য সুযোগ।
ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের সপরিবারে উপস্থিত থেকে এই বরকতময় ওরশ শরীফকে সফল করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
পরিশেষে দোয়া করা হয়, আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) দরবার শরীফের ফয়জ ও বরকত নসিব করেন এবং এই ওরশ শরীফকে কবুল করেন। আমিন!
#হযরত_শাহ_মখদুম_রূপোশ
#শাহ_মখদুম_রূপোশ_রহ
#বার্ষিক_ওরশ_মোবারক
#ওরশ_শরীফ #আমাদের_চানেল #amaderchannel
#দরবার_শরীফ
#রাজশাহী
#শাহ_মখদুম_থানা
#ইসলামী_অনুষ্ঠান
#সুফি_সাধক
#ইলম_তাকওয়া_মানবতা
#জিকির_ও_ফাতেহা
#মিলাদ_ও_দোয়া
#ওয়াজ_মাহফিল
#ইসলামের_আলো
#আত্মশুদ্ধি
#ফয়জ_ও_বরকত
#আমিন
Leave a Reply