
রাউজানে মনা ভান্ডার দরবার শরীফে ৫০তম পবিত্র বেছাল বার্ষিকী ওরশ অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি
ডলি আক্তার মাইজভাণ্ডারীঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মনা ভান্ডার দরবার শরীফে খলিফায়ে গাউছুল আ‘যম, হযরত শাহ্ ছুফি মাওলানা সৈয়দ আবদুল মান্নান শাহ আল্-মাইজভান্ডারী (প্রকাশঃ মনা ভান্ডারী কেবলা কাবা কঃ)-এর ৫০তম পবিত্র বেছাল বার্ষিকী ওরশ মোবারক যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওরশ মোবারক অনুষ্ঠিত হবে মহান ১৫ই মাঘ, ইংরেজি ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার। পবিত্র রমযান মাসের কারণে পূর্বনির্ধারিত মহান ১১ই ফাল্গুণ (২৪ ফেব্রুয়ারি)-এর পরিবর্তে এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দরবার শরীফ সূত্রে জানা গেছে।
ওরশের সকল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম-কাপ্তাই রোডে মদুনাঘাট ব্রিজ অতিক্রম করে বৈজ্জালী গেইট দিয়ে প্রবেশযোগ্য মনা ভান্ডার দরবার শরীফ, মিরাপাড়া, সৈয়দবাড়ী এলাকায়। এর ডাক ঠিকানা—পোস্ট: গুজরা (বি. ও), থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম।
ওরশ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার, ফাতেহা পাঠ, তবারুক বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল। এসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-মুরিদান, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মনা ভান্ডার দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওরশ মোবারক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগত জেয়ারতকারীদের সুবিধার্থে সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং সকলকে শৃঙ্খলা ও আদবের সঙ্গে ওরশে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, খলিফায়ে গাউছুল আ‘যম হযরত শাহ্ ছুফি মাওলানা সৈয়দ আবদুল মান্নান শাহ আল্-মাইজভান্ডারী (রহ.) ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে আজও অসংখ্য মানুষ আত্মশুদ্ধি ও মানবকল্যাণের পথে অনুপ্রাণিত হয়ে থাকেন।
ওরশ মোবারক উপলক্ষে আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ মুসলমান ও ভক্তবৃন্দকে উপস্থিত থেকে দোয়া ও বরকত হাসিল করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
#মনা_ভান্ডার #রাউজান #চট্টগ্রাম
Leave a Reply