
আজ ইমামে আহলে সুন্নত, হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহঃ)’র মহান বার্ষিক ওরশ শরীফ
আজমেরী সুলতানা ও ডলি আক্তার মাইজভাণ্ডারীঃ
◾১২ই রজব, ইমামে আহলে সুন্নত, হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহঃ)’র মহান বার্ষিক ওরশ শরীফ।
আজ পহেলা জানুয়ারি ২০২৬ ইংরেজি, রোজ- বৃহস্পতিবার মহাসমারোহে দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মহান দিনে এই মহান অলির কদমে লাকো কোটি সালাম ও তাজীমি পেশ করছি আ-মিন।
ঠিকানা- হাটহাজারী, চট্টগ্রাম।
সাণীয়ে ওয়াইস আলকরণী, নবী প্রেমের দৃষ্টান্ত,
🕊️ হযরত আজিজুল হক শেরে বাংলা (রহঃ) 🕊️
◾তিনি শুধু একজন আলেম বা দরবেশ ছিলেন না—
তিনি ছিলেন আত্মশুদ্ধির এক নীরব বিপ্লব।
লোকচক্ষুর আড়ালে থেকেও যাঁর হৃদয় আলোকিত ছিল নবী প্রেম আর আল্লাহর নূরে।
◾হযরত আজিজুল হক শেরে বাংলা (রহঃ) মানুষের মাঝে মানুষ হয়ে থেকেছেন,
অহংকার নয়—নম্রতা ছিল তাঁর শক্তি,
বক্তৃতা নয়—আমল ছিল তাঁর পরিচয়।
◾তিনি শিখিয়েছেন,
আল্লাহকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা,
আর নিজেকে ছোট করা মানেই রবের কাছে বড় হওয়া।
তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়—
আধ্যাত্মিকতা কোনো প্রদর্শন নয়,
বরং নীরব সাধনা, সবর ও খেদমতের নামই আসল তাসাউফ।
◾হে আল্লাহ,
এই কামেল ওলীর নূরানি ফয়েজ আমাদের জীবনেও দান করুন,
তাঁর আদর্শে চলার তৌফিক দান করুন।
আমিন 🤲
🌹 হযরত আজিজুল হক শেরে বাংলা (রহঃ)
🌹 আল্লাহর প্রিয় বান্দাদের একজন 🌹
আজমেরী সুলতানা
১লা জানুয়ারি ২০২৬ ইংরেজি
রোজ- বৃহস্পতিবার।।
#আজিজুল_হক_শেরে_বাংলা
#চট্রগ্রাম #হাটহাজারী
Leave a Reply