
বেঁচে থাকা বাঁচিয়ে রাখা
—– সেলিনা সাথী
বেঁচে থাকার ইচ্ছেটাকে
দিয়েছিলাম কবর,
বাঁচিয়ে রাখার আকাঙ্খাটাই
করে ছিলাম খবর।
আমারও তো আবেগ ছিল
ছিল অনুভূতি,
অনুভবের বেড়াজালে
লিখেছিলাম গীতি।
মহাসুখে বেঁচে থাকুক
প্রিয়তম যারা,
বাঁচিয়ে রাখতে তাদের আমি
খেয়েছিলাম তাড়া।
তোমরা যেদিন বড় হবে
আকাশ ছুঁবে হাতে,
ছায়া হয়ে সেদিনও রবো
তোমাদের’ই সাথে।
জ্ঞানীগুণী হবে যেদিন
ছড়িয়ে দেবে আলো,
আড়াল থেকে দেখতে পেলেও
লাগবে ভীষণ ভালো।
“বেঁচে” থাকো নিজে আগে
“বাঁচাও” পরের কথা,
নইলে দেখো সারাজীবন
শুধুই পাবে ব্যাথা।
আমার মতো ভুল কাজটি
করোনা কেউ আগে,
নইলে দেখো ভালোবাসা
জুটবেনাকো ভাগে।
বলছিনাতো রাগে।
এই জীবনে বেঁচে থেকে
বাঁচিয়ে রাখতে হবে
ঠোঁটের কোণে হাসির আলো
ছড়িয়ে দাও তবে।
————————-
১১ অক্টবর ২০২৫
সময় সকাল ১১:৩০
কবিতা কুটির-নীলফামারী।
Leave a Reply