পড় দুরুদ নবী মোস্তফায় || কালামে সাধকপুরী
– আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী (রহঃ)
পড় দুরুদ নবী মোস্তফায়
গ সময় যায়, পড় দুরুদ নবী মোস্তফায়
যখন আল্লাহ ছিলেন একা
নাহি ছিল কোন সখা
প্রকাশ হইতে যখন মনে চায়
আপন নূর হইতে হুদা
হাবিবের নূর করলেন জুদা
জুস মারিলেন এস্কের ধরিয়ায়
গ সময় যায় || ঐ
মোহাম্মদী পচিনা হইতে
আপে আল্লাহ পাক জাতে
সৃজন করলো সারা দুনিয়া
নবী যদি না হইত কিছুই পয়দা না করিত
অন্ধকারে থাকতো এই ধরায়
গ সময় যায় || ঐ
আল্লাহ বানাইয়া আদমেরে
রুহুকে হুকুম করে
যাও রুহ আদমের অন্তরায়
অন্ধকার দেখিয়া রুহু কান্দিলেন যে উহু উহু
অন্ধকারে থাকা বিষম দায়
গ সময় যায় || ঐ
এবার লইয়া নূরে মোহাম্মদী
আদমের পেশা নিতে দিলেন মাখী
হুকুম দিলেন আবার যাও সেথায়
রুহু বলে মালেকশাঁই
থাকতে আর আপত্তি নাই
এবার বড় সুন্দর দেখা যায়
গ সময় যায় || ঐ
#amaderchannel #আমাদের_চ্যানেল
#কালামে_সাধকপুরী #নজরুল_ভান্ডারীর_গান #সূফী_গান #ফকিরি_গান #kalame_sadukpuri #nazrul_vandarir_gaan #fokiri_gaan #sufi_gaan
Leave a Reply