তরিকত তাছাউফ (১)
——শামসুল আলম চিশতী
* কারো হৃদয়ে যদি তরিকত তাছাউফের জ্ঞান উপলব্ধি না হয়, তার হৃদয়ে কোমলতা তাকওয়া তৈরী হয়না।
* শুধু শরিয়তের জ্ঞান দ্বারা বাহ্যিক নিয়ম কানুন শিখা যায়, কিন্তু নিয়মের বাহিরেও প্রকৃতির কতগুলো ধর্ম রয়েছে, যাহা অর্জিত হয়, তরিকত তাছাউফ শিক্ষার মাধ্যমে।
* অলি – দরবেশদের খানকা গুলোতে ভক্তদেরকে আদব ভক্তি প্রেম সাহস উদারতা কোমলতা শিক্ষা দেওয়া হয়। যেটা গতানুগতিক বিদ্যালয় গুলোতে শিখতে পারেনা।
* বর্তমান জামানায় দেখতে পাবেন, গতানুগতিক বিদ্যালয়গুলোতে ছাত্ররা শিক্ষককে অপমান করতে দ্বিধা করেনা।
* পুত্র পিতাকে আঘাত করতে দ্বিধা করেনা। এমনকি উচ্চ শিক্ষিতদের মধ্যেও দেখা যায়, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। পিতা মাতা পরলোকগত হলে, ৫ বতসরেও একদিন পিতা মাতার কবর জিয়ারত করেনা।
* তরিকত তাছাউফের বিদ্যা শিক্ষার্থীরা, অধিকাংশই পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল, পিতা মাতা পরলোকগত হলে, পিতা মাতার কৃতজ্ঞতা স্বরুপ (অর্থাত এই পৃথিবীতে আমার আগমনের সুত্র আমার পিতা মাতা) পিতা মাতা গুরুজনের শুধু তাজিমই নয়, বরং তারা প্রয়াত হলে তাদের কবর জিয়ারত ও তার সংরক্ষণ করে।
…….. বাস্তব প্রমান আমি নিজেই………
* শৈশবে বাবা মারা যায়, তার পরে মনে হতো বাবা অনেক ভুল করেছে (সহায় সম্পত্তির বিষয়ে), কিন্তু যখন তাছাউফের শিক্ষাটা পেলাম, তখন বাবার প্রতি
শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে গেলো। এখন সারাক্ষনই বাবার কথা মনে পরে, কারন বাবার অসীম ত্যাগ ও আমাকে পৃথিবীতে আনার আনন্দের কথা মনে পরে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। মনে হয়, আমার প্রতি তার অবদান পরিষোদ করার আর কোনো সময় পাচ্ছিনা।
………আমার কিছু ভক্ত ( পিতৃহীন /সব পিতামাতা সন্তানের প্রতি যথোপযুক্ত দায়িত্ব পালন করেনা) রয়েছে, যাদের কয়েকজন প্রথম দিকে মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলতো,তারা যখন আমার নিকট তরিকত তাছাউফ শিক্ষা গ্রহন করে, এখন আর পিতা মাতার দোষ খুঁজে পায়না। এখন মায়ের সেবা করেই ব্যাস্ত (তাদের মায়ের জবানবন্দি থেকে)।………….
……… শুধু ফতোয়ার জ্ঞান দিয়ে ধার্মিক হতে পারবেননা, তরিকত তাছাউফের জ্ঞান অর্জন করতে, আদব ভক্তি মহব্বত শাহস অর্জন করতে আমিত্ব বিলীন করতে, কোনো পীর অলির খানকা দরগায় যেতে পারেন।…….
…….আপনি যাকে মোশরেক ফতোয়া দিলেন, তার সম্পর্কে মহান স্রষ্টা অবগত কিনা? তাকে পৃথিবীর আলো বাতাস জীবন জীবিকা থেকে বন্চিত করে কিনা, ভেবে দেখা দরকার….
…….. আপনার পিতা মাতার ৫ সন্তানের মধ্যে ১ জন চোর /ব্যাস্যা হলেও পিতা মাতা কিন্তু তাকে আঘাত করতে দিবেনা, কারন এটা যে তার সন্তান, তাদের সম্মুখে কেউ আঘাত করতে আসলে পিতা মাতা নিজের গায়ে আঘাত নিবে, তবুও সন্তানের গায়ে আঘাত নিতে দিবেনা….
…..তদ্রুপ, আপনার নিকট যিনি মোশরেক, মহান স্রষ্টার নিকট সে তার বান্দা…. চলবে……
…..মোঃ শামসুল আলম চিস্তি….পরিচালক চিস্তিয়া দরবার শরিফ… ০৩/১০/২০২৪ ইং
Leave a Reply