আমি তো পণ্য নই
কবি শামীম রেজভী
আমি তো বাজারে বেচা কোনো পণ্য নই।
যে দেখবে সে বলবে দাম কত হয়।
পণ্য যদি হতাম আমি দোকানির ঢালায়।
যে যার মতো হাত দিয়ে , রাখিবে ফেলাই।
আমি তো ফেলে রাখা কোনো খেলনা নই।
মন যখন চাইবে খেলে ফেলে দিতে হয়।
ইচ্ছে মতো আমায় তুমি খেলালে মায়ায়।
ছুড়ে ফেলা পতুল খেলা খেলালে আমায়।
আমি তো জলে ভাসা কুচুরিপনা নই।
স্রোতে ভাসিয়ে নিলে খোজিবো আশ্রয়।
ফিরবো না অনুকুলে যখন যা হয়।
শুধু আজ দেখো তোমার কাছে আমার মূল্য নাই।
পরিত্যক্ত হয়ে গেছে হৃদয় খানায়।
তুমি তো ভুলে যাবে খুব সহসাই।
আমি তো পথে থাকবো তোমারি আশায়।
Leave a Reply