ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া কে নিয়ে
রেলে বারবার সতর্ক বার্তা কেন?
সাবিহা ছবিঃ গত ৮/৫/২০২৪ইং বুধবার রাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ভৈরব বাজার পার হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া কে বিপজ্জনক উল্লেখ করে বারবার সতর্ক বার্তা দেয় রেল কর্তৃপক্ষ । তাদের ভাষ্য, ” সম্মানিত যাত্রী মহোদয় আমরা আর কিছুক্ষণে মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করবো, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া অত্যন্ত ডেঞ্জার জোন, চুরি ছিনতাই সহ অপ্রত্যাশিত দূর্ঘটনা থেকে বাঁচতে দরজা জানালা বন্ধ রাখুন” । এই ঘোষণাটি একবার নই বহুবার দিয়েছে তারা। যা শুনতে আমি কখনোই প্রস্তুত ছিলাম না, ঘোষণাটি শুনে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে কষ্ট পেয়েছি। আমার বিশ্বাস সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীই এরকম প্রচারে কষ্ট পাবেন। এখানে আমার কিছু প্রশ্ন
* চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি কি শুধু ব্রাহ্মণবাড়িয়া আর আখাউড়াতেই হয়?
* বাংলাদেশের আর কোথাও চুরি, ছিনতাই হয়না?
* একটি রাস্ট্রীয় গণপরিবহনে কেন এরকম ঘোষণা আসবে?
রেল যেমন বাংলাদেশের একটি রাস্ট্রীয় সম্পদ, তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলাও একটি রাস্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবই ব্রাহ্মণবাড়িয়া আছে। সত্যিই যদি ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতি খারাপ হয়েই থাকে তাহলে রেল কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের সাথে মিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিলেই হয়। একটি গণপরিবহনে বারবার বিপজ্জনক বার্তা দিয়ে যাত্রীদের মাঝে আতংক তৈরি করা এবং ঐতিহ্যবাহী একটি জেলার ভাবমূর্তি নষ্ট কারোরই কাম্য নই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি
Leave a Reply