
বাউলবিচ্ছেদী
গীতিকারঃ বাউল কার্তিক উদাস
মনের আশা, যাই নিতাইপুরে,
(গুরু) অন্ধকারে ধন্ধকারে মরি অচিন পথে ঘুরে,
কেবল চিন্তা-পোকায় খায় কুড়ে।।
তুমি আমায় দাও পথের দিশা –
অভয়চরণ পাইলে দয়াল কীসের অমানিশা,
(আমি) কী করিতে কী করিলাম
পোড়া দুটি আঁখি ঝুরে ।।
বেলা বেশি নাইতো দেখি আকাশ পানে চেয়ে,
প্রহর কাটে ক্লান্তি ভরা বেদনার গান গেয়ে।।
নিতাইপুরে গেলে ওরে মন –
নিজকে চেনা যায় শুনেছি তোমার- ই বচন,
(এবার) কার্তিক বলে -হে গোবিন্দ
থেকো না আর তুমি দূরে ।।
রচনা: ০৮-০১-২৬ খ্রি
কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ওরফে কার্তিক উদাস
৩৫ হাজরা নাটোর, নাটোর -৬৪০০
01715651577
Leave a Reply