
সিঙ্গাপুরে কোম্পানি রেখে পালিয়ে গেছেন বস
আমাদের চ্যানেল স্টাফঃ দায় দেনার ভারে দেওলিয়া হয়ে পালিয়ে গেছেন সিঙ্গাপুর কনস্ট্রাকশন কোম্পানির চায়না বস। মাদার কোম্পানি ইজহান কনস্ট্রাকশন প্রাঃ লিঃ, সহযোগী আরো ৩ টি ভিন্ন নামে লাইসেন্স আছে। জানা যায় ৪টি লাইসেন্স এর অধীনে বাঙালি, চাইনিজ, ইন্ডিয়ান ও সিঙ্গাপুরিয়ান সব মিলিয়ে প্রায় ৩০০এর মতো শ্রমিক হবে। ৩রা সেপ্টেম্বর কর্মরত অবস্থায় হঠাৎ শ্রমিকরা জানতে পারেন বস পালিয়ে গেছেন। পরে খোজ খবর নিয়ে সত্যতা নিশ্চিত হয়। দীর্ঘ কয়েক বছর যাবৎ কাজ করে এমন পরিস্থিতিতে হতাশ শ্রমিকরা, সবাই বসের জন্য আফসোস করেন আর বলেন বস আগে থেকেই একটু সচেতন হলে এমন প্রোডাক্টিভ একটি কোম্পানি হয়তো এভাবে পালিয়ে যেতে হতো না! যাহোক সবই মহান মালিকের ইচ্ছা। ইতিমধ্যে শ্রমিকরা সেলারি বিষয়ে MOM এ কথা বলেছেন, পাশাপাশি যার যার মতো করে বিভিন্ন কোম্পানিতে আইপিএ করে ফেলেছেন অনেকেই, এব্যাপারে কোম্পানির অফিস স্টাফ মিস সানরাইজ লিম, মিস বিক্সিয়াং ও মিঃ হোয়াহোয়া শ্রমিকদের সর্বোত্তম সহযোগিতা করেছেন। অফিস বন্ধ হওয়ার পরেও তারা ব্যক্তিগত উদ্যোগে সবাইকে জিজ্ঞেস করে সেধে সেধে অত্যন্ত আগ্রহের সাথে ট্রান্সফার লেটার প্রদান ও পরবর্তী ট্রান্সফার কনসার্ন করেছেন, সকল শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, প্রবাসের মাটিতে এই আছি এই এই নাই খুবই সংক্ষিপ্ত ক্ষমতা ভাই, সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করি, সবাই সবার সহযোগি হই, এগিয়ে যাই আমরা সবাই মিলেমিশে! সবাই সবার জন্য মন খোলে প্রার্থনা করি, সকল সংকট পাড়ি দিয়ে সবাই যেন আমরা কল্যাণকামী হই, আমিন!
Leave a Reply