
পটিয়ার নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফে আগাম ওরশ শরীফ অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি
নিগাহে অলিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ও ধর্মপ্রাণ মানুষের আস্থার কেন্দ্র নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ২৭শে মাঘ ওরশ শরীফ পালিত হতে যাচ্ছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর নির্ধারিত তারিখের আগেই ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
দরবার সূত্রে জানা যায়, সাধারণত ২৭শে মাঘ (১০ই ফেব্রুয়ারি) পালিত হলেও এবার তা ২৩শে মাঘ, অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এই পবিত্র মাহফিলটি পালিত হবে গাউছে জামান, শায়খুল মাশায়েখ, ফানা-ফিল্লাহ বাকা-বিল্লাহ, হযরত শাহসূফী সৈয়দ খাজা গরীব আলী শাহেন শাহ্ আল মাইজভান্ডারী (কঃ) এর জাহেরি নির্দেশে এবং এতে বিশেষভাবে পালিত হবে ওরশ-উন্-নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
ওরশ শরীফ উপলক্ষে দরবার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। মাহফিলে ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের বাণী তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, এই পবিত্র মাহফিলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ও আন্তরিক দাওয়াত রইলো। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
ওরশ শরীফ অনুষ্ঠিত হবে নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফ, পটিয়া, চট্টগ্রাম প্রাঙ্গণে।
উক্ত ধর্মীয় আয়োজনের প্রচার ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে খাজা গরীব আলী ফাউন্ডেশন, পটিয়া, চট্টগ্রাম।
দরবার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যথাযথ শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের ওরশ শরীফ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এতে বিপুল সংখ্যক আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে ইনশাআল্লাহ!
Leave a Reply