
হিং-সা, মা-রা-মা-রি, যু-দ্ধ—
এসব কখনো কোনো সমস্যার সমাধান নয়।
এগুলো শুধু মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়।
➖➖➖➖➖➖➖➖ নিগাহে- অলি 💐
একজন আ-ঘা-ত করলে
আরেকজন পাল্টা আ-ঘা-ত করে।
এভাবেই শুরু হয় ধ্বং-সে-র চক্র—
যার শেষ কোথায়, কেউ জানে না।
সবচেয়ে ক-ষ্টের কথা হলো,
মানুষ তখনই বুঝতে শুরু করে
যখন সবকিছু প্রায় শেষ।
ঘর ভাঙে, জীবন নষ্ট হয়,
স্বপ্ন মাটির নিচে চাপা পড়ে—
তারপর আসে বোধ।
হিং-সা শক্তি নয়।
হিং-সা হলো নিজের ক্ষ-তি নিজে করা।
আর যু-দ্ধ মানে
দুই পক্ষেরই হার।
শান্ত থাকা দুর্বলতা না।
শান্ত থাকতে পারা
সবচেয়ে বড় সাহস।
সবকিছু শেষ হওয়ার আগে
আমাদের কি একটু থামা যায় না?
শান্ত হও, মহান আল্লাহর উপর ভরসা রাখো,
যার বিচার কেও করতে পারে না,
তার বিচার মহান আল্লাহ নিজেই করে থাকেন।
#হিংসা_নয়_সমাধান
#যুদ্ধ_মানে_হার
#শান্তিই_সাহস
#মানবতা
#PeaceNotWar
#StopViolence
Leave a Reply