
টঙ্গী ইমাম নগর দরবার শরিফের উদ্যোগে মাওলা আলী (আঃ) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে
শামসুল আলম চিশতীঃ ইসলামের ইতিহাসে ন্যায়, সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযরত মাওলা আলী (আলাইহিস সালাম) এর অভিষেক উপলক্ষে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, বৃহস্পতিবার, বাদ মাগরিব, টংগীর ইমাম নগর দরবার শরিফে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শাহসুফী ইমাম জাকির হোসাইন নুরী, গদিনীশীন , ইমাম নগর দরবার শরিফ টংগী এবং কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)–এর আহ্বানে ও ইমাম নগর দরবার শরিফের সার্বিক উদ্যোগে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় থাকবেন শাহসুফী ইমাম জাকির হোসাইন নুরী নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের প্রখ্যাত সুফি সাধক, দরবার শরিফের গদীনশিনগণ এবং বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
উপস্থিত থাকবেন—
শাহ সুফী আলী রেজা পাহলবী হায়দার (রয়েল হায়দারী), গদীনশিন, পাগার টংগী হায়দারী দরবার শরিফ এবং প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ তরিকত পরিষদ।
শাহসুফী দ্বীন মোহাম্মদ চিস্তি নিজামী, গদীনশিন, চিস্তিয়া নিজামিয়া দরবার শরিফ, কেরানীগঞ্জ এবং ভাইস প্রেসিডেন্ট, বিটিপি।
মোঃ শামসুল আলম চিস্তি, পরিচালক, চিস্তিয়া দরবার শরিফ, ডেমরা ঢাকা এবং সাধারণ সম্পাদক, বিটিপি।
শাহ সুফী আমিনুল এহসান ফেরদৌস ফেরদৌস, গদীনশিন, কদমিয়া আলিয়া দরবার শরিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বিটিপি।
শাহ মিডু, খলিফা, চট্টগ্রাম দরবার শরিফ এবং আহ্বায়ক, বিটিপি যুব পরিষদ।
শাহ সুফী ইব্রাহিম খলিল শান্তি বাগী, কেন্দ্রীয় নেতা, বিটিপি।
এছাড়াও উপস্থিত থাকবেন ক্যাপ্টেন (অবঃ) রমজান আলী, কাজী আলম—গদীনশিন, শানাল শাহ দরবার শরিফ, কোনাবাড়ী এবং বিটিপি গাজীপুর প্রতিনিধি।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ তরিকত পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সুফি সাধকবৃন্দ এবং শাহসুফী ইমাম জাকির হোসাইন নুরী হুজুরের অসংখ্য ভক্ত, আশেকান ও মুরিদান।
আয়োজক সূত্রে জানা যায়, মাওলা আলী (আঃ) এর অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত এই মাহফিলে তাঁর জীবনাদর্শ, ন্যায়পরায়ণতা, ইলম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি মিলাদ, জিকির, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।
বাংলাদেশ তরিকত পরিষদ ও ইমাম নগর দরবার শরিফের পক্ষ থেকে সকল তরিকতপন্থী, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে আরও বিশিষ্ট নেতৃবৃন্দের নাম পরবর্তীতে সংযোজিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
#মাওলা_আলী #ইমাম_নগর_দরবার_শরিফ
#ImamNagarDarbarSharif
#BangladeshTariqatParishad
#BTPBangladesh #টংগী #TongiGazipur #SufiIslam #ShahSufi #DarbarSharif #ZikrAndDua #IslamicConference #SpiritualProgram #GazipurNews
#Dhaka_Division #TariqatParishad #বাংলাদেশ_নিউজ #IslamicNewsBangladesh
#OnlineNews #BreakingReligiousNews
#BanglaNewsPortal #MaulaAli
#ImamAli #HazratAli
#অভিষেক_অনুষ্ঠান #IslamicEvent
#everyoneシ゚viralシviralシfypシ゚viralシalシ
#everyonefollowers
#everyoneactive
Leave a Reply