চিলে কান নিয়ে গেলো (পর্ব ১)
শামসুল আলম চিশতী
“নিরপেক্ষ অনুসন্ধান “
“আমার জানামতে কুতুববাগী “
মুল নাম, জাকির শাহ, তিনি শাহ সুফী মাওলানা কুতুবউদ্দিন (রঃ) মাতুয়াইল ডেমরা ঢাকা হুজুরের খলিফা। দাদা পীর, মাওলানা কুতুবুদ্দিন শাহ রঃ এর পীর ও শশুর, আবুল ফজল সুলতান আহমদ (র) /সুলতান মৌলভী চন্দ্র পাড়া ফরিদ পুর।
* তরিকা হলো নকসবন্দিয়া মোজাদ্দাদিয়া।
* ৯০ এর দশকে আমার খুব যাতায়াত ছিলো, তার নারায়নগন্জ বন্দরের খানকা শরীফে। যদিও আমি তার মুরিদ ভক্ত আশেক কিছুইনা। তবে শৈশব থেকেই সুফী অলি দরবেশদের প্রতি আমার দুর্বলতা ছিলো। তাছাড়া পলিটিক্যাল কারনে বন্দরের প্রয়াত এমপি নাসিম ভাইর (নির্বাচনী এলাকা) সাথে মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্টান উপলক্ষে যেতাম।যদিও এক নির্বাচনকে কেন্দ্র করে নাসিম ভাইর সাথে মনোমালিন্য হওয়ায়, বেস কয়েক বতসর বন্দর যেতে পারেননি। ফার্মগেটের ইন্দিরা রোডের আস্তানায় মাহফিল পরিচালনা করতেন।
* তার সম্পর্কে আমি কাছ থেকে যতটুকু জেনেছি, পাঁচ ওয়াক্ত নামাজ /রোযা, শরিয়তের পাবন্দী ছিলেন। তার দরবারে নারী পুরুষের একত্রে বসা নিষেধ ছিলো, এমনকি শরিয়ত বিরোধী কোনো কর্ম কান্ড চোখে পরেনি।
* তার দরবারে গান বাজনা হতোনা। আমল ইবাদত তরিকত তাসাউফের তালিমই বেসি হতো। বিশেষ করে প্রতি রাত ৩ টার পরে, তাহাজ্জুদের সময় জেগে তাহাজ্জুদ পরে, রহমতের ডাক দিতেন। সেই রহমতের সময়ের ডাকটা যদিও (এনায়েত পুরী সিলসিলা থেকে)।
* ইয়া আল্লাহু! ইয়া রাহমানু! ইয়া রাহিমু! গুনার বোঝা মাথায় লইয়া কানতেছি, মাফ করো মাফ করো মাওলা এলাহী! রহমতের সময়ে এই আহ্বানটা আমার হৃদয় শীতল হয়ে যেতো।
* তবে মাঝে মাঝে একটা মহল থেকে শুনতাম, ঢালাওভাবে তারা, কুতুব বাগীকে ভন্ডপীর, কাফের, মোরতাদ, ধর্ম নষ্ট করে ফেলেছে ইত্যাদি।
* আমার আফসোস লাগে, জানতেও ইচ্ছে করে, যারা ঢালাওভাবে, তার বিরোধিতা করতেছে, তারাকি কখনো তার সান্নিধ্যে গিয়েছেন? তার কোনো ভুলত্রুটি পেয়েছেন? যদি ভুলত্রুটি পেয়ে থাকেন, তাকেকি কখনো দাওয়াত দিয়ে বা তার কাছে গিয়ে শোধরানোর দাওয়াত দিয়েছেন?
* আমি বিরোধীদের অনেককে প্রশ্ন করেছি, আপনারা তার নিকট গিয়ে তার যদি কোনো ভুলত্রুটি পান বা শরিয়ত বিরোধী কর্মকান্ড পান, চলুন! আমি সহ যাবো, প্রশ্ন করবো, তারা উত্তরে বলেছে, আমাদের আকাবেরদের মুখে শুনেছি, ” তিনি ভন্ড পীর “ব্যাস ভন্ডপীর বলা শুরু। তার ত্রুটিটা কোথায়? তার বিরোধিতা না করে টিম গঠন করে তার কাছে গিয়ে প্রশ্ন করলেইতো ল্যাঠা চুকে যায়।
* শুধু শুনলেন? আর বিরোধিতা শুরু করলেন? আপনারা কিভাবে কনফার্ম হলেন, তিনি কাফের হয়ে গেছে? রাসুল সাঃ কাফেরকে মোসলমান বানাতেন। আর আপনারা মোসলমানকে কাফের বানান?
…….বাকীটা কমেন্টে….মোঃ শামসুল আলম চিস্তি, ২৮/০১/২০২৫ ইং… চলবে…পরের পর্বে আটরশি..
Leave a Reply