আজ ঐতিহাসিক ২৪শে জিলহজ্ব
“ঈদে মোবাহেলা” দিবস
২৪শে জিলহজ্ব দিনটি মোমিন মুসলমানদের জন্য বিশেষ করে আহলে বায়েত প্রেমীদের জন্য অত্যান্ত খুশি ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
১০ম হিজরী সনের এই দিনে নাজরানের খ্রিষ্ঠানদের সাথে হজরত মাওলা মুহাম্মদ ( দরুদ)-এর মোবাহেলা সংঘটিত হয়েছিল। এর মাধ্যমে আহলে বাইত (আ.)-এর মাহাত্ত্ব ও তাৎপর্য সমগ্র বিশ্ববাসীর সম্মুখে প্রমাণিত হয়।
পবিত্র ঈদে মোবাহেলা উপলক্ষে সকল মুসলিম মোমেন মোমেনা ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
ধর্মের সত্যতা যাচাইয়ে (মোবাহেলা) কেন হল।
আসুন জেনে নেই
একদা নজরানের ইহুদীরা রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহ ওয়াসাল্লাম কে ধর্মের সত্যতা যাচাইয়ের মোকাবেলার জন্য চ্যালেঞ্জ দিয়ে “মোবাহেলা” করার আহবান জানায়, মোবাহেলার নিয়ম হল স্বীয় সত্যতা নিরূপনের দলিল সহ খালি মাথায় খালি পায়ে খোলা বা উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়ে আল্লাহর কাছে আর্জি পেশ করা। যা সত্য তা যেন আল্লাহ গ্রহন করেন। আর যা মিথ্যা তা যেন ধংস করেন।
মোবাহেলার নিদ্দিষ্ট দিন এ সকালে আল্লাহর কালামে পাক এ নাজেল করেন
“ নাদয়ু আবনাআনা ওয়া আবনাকুম”
অর্থ :- আপনার ছেলে সন্তান ও তাদের ছেলে সন্তানদের ডাকুন।তখন রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহ ওয়াসাল্লাম হযরত মাওলা আলী শেরে খোদা, খাতুনে জান্নাত মা ফাতিমা, হযরত হাসনাইন করীমাইন আলাইহিস সালাতুস সালাম কে ডাকলেন। মোবাহেলায় রওয়ানা হওয়ার দৃশ্য ছিল প্রথমে হাবীবে খোদা সাল্লাল্লাহু তায়ালা আলাইহ ওয়াসাল্লাম, হাসান কে হাতে ও হোসাইন আলাইহিস সালাতুস সালাম কে কোলে করে এবং পিছনে খাতুনে জান্নাত আলাইহিস সালাতুস সালাম এবং সর্বশেষ জ্ঞানের নগরী মাওলা আলী শেরে খোদা আলাইহিস সালাতুস সালাম ।
এখানে বিশেষভাবে লক্ষনীয় যে আল্লাহ নিধার্রিত ধর্ম ইসলামের সত্যতা নিরুপনে দলিল হল এই পাক পাঞ্জাতন। একারণে রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহ ওয়াসাল্লাম এই আহলে বায়ত চারজন কে নিয়ে ময়দানে উপস্থিত হয়ে ইহুদীদের আরজী পেশ করতে আহবান জানালেন। তাহারা তাদের নবীর কিতাব তুলে ধরে বলল- ইয়া রাব্বুল আলামিন আমরা এই পবিত্র কেতাবের বলে বলছি যে, আমরা সত্য। দরবারে এলাহিতে তাদের আরজির কোন উত্তর না আসায়, তারা রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহ ওয়াসাল্লাম কে আহবান জানালেন তাঁর আরজি পেশ করার জন্য।
তখন হাবীবে খোদা ..
আহলে বায়তী, আলীউন, ওয়া ফাতেমাতুন ওয়াল হাসান ও হোসাইন । অর্থ হে আল্লাহ এরাই আমার আহলে বায়েত আলী ফাতেমা হাসান হোসাইন আলাইহিস সালাতুস সালাম। নবীজির সত্য ধর্মের প্রচারের দলিল আহলে বায়ত বে পেশ করার সাথে সাথে ইহুদীরা দেখতে পেল লাখ লাখ ফেরেসতা আমিন আমিন বলে নিম্ম গগনে অবতরন করছে এবং সত্য ধর্মের সাক্ষি দিচ্ছে। এই অলৌকিক দৃশ্য অবলোকন করে তিনশত পঞ্চাশ জন ইহুদী হাবীবে থখাদার কদম মোবরকে সমর্পন করে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলমান হয়েছিল।
( তধ্য সুত্র: সহি বোখারীর বাবুল মোবাহেলা)
হে মহান প্রভু তোমার হাবীবে খোদার উছিলায় আমাদের ভ্রান্ত আকিদা থেখে দুরে রাখ তোমার নেয়ামত প্রাপ্ত সেরাতুল মোস্তাকিমে অধিষ্টিত আহলে বায়ত পাকপাঞ্জাতন এর অনুসরন এ আমাদের কায়েম রাখ।
সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী
Leave a Reply