বৈরাবরী সুলতানীয়া পাক দরবারে
ফল উৎসব অনুষ্ঠিত
কালিয়াকৈর সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ও দরবার সুত্র জানায়, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের ফল উৎসব শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মিলাদ,কিয়াম,তরিকতের আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দরবারের দায়িত্বপ্রাপ্ত আওলাদ পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন দরবারে খলিফা মুফতি নুরুল ইসলাম বৈরাবরী, মুফতি সৈয়দ ইব্রাহীম খলীল বৈরাবরী তরিককের সাধক শহিদুল ইসলাম আকাশ, নুর আলম বৈরাবরী, আব্দুল হক মিয়া বৈরাবরী ও নুর হোসেন বৈরাবরী প্রমুখ। পরে বিশেষ মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য বার্ষিক ফল উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা ভক্ত আশেকানগণ দরবারে এসে হাজির হয়।
Leave a Reply