গাউসুল আযম বৈরাবরী দরবারে মাওলায়েত দিবস উদযাপন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বৈরাবর দরবারে ঈদে গাদিরে খুম উপলক্ষে মাওলায়েত দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, মাওলায়েত দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ এশা হাফেজ খন্দকার জালাল আহমেদ পীর সাহেবের দরবারে মিলাদ কিয়াম, আলোচনা ও তবারক বিতরন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ খন্দকার জালাল আহমেদ পীর সাহেব কোরআন থেকে তেলাওয়াত করে মিলাদ মাহফিল শুরু করেন।পরে গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের পীরজাদা আব্দুল আলীম অভি আল-কাদরীর অনুষ্ঠান সঞ্চালনায় গুরত্বপূর্ণ বয়ান করেন গাউসুল আযম বৈরাবরী মৌলভীবাড়ি দরবারের পীর সৈয়দ সুহেলুর রহমান পাভেল রেজভী, কামিনী শাহ বাবার মাজারের খাদেম সৈয়দ আব্দুর রহমান মেম্বার,মানবাধিকার নেতা ও তরিকতের সাধক শহিদুল ইসলাম আকাশ,সাংবাদিক কাজী আহসানুল হাবীব শেখর ও নাঈম হাসান প্রমুখ।বক্তারা বলেন, শাস্তির ধর্ম ইসলাম কে প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহ রাসুল( সাঃ) এর হুকুম মানতে হবে আর আল্লাহ রাসুলের হুকুম মানতে হলে শেরে খোদা মাওলা আলী (আঃ)কে মানতে হবে।মাওলা আলীর শিক্ষা নিয়ে তরিকতের কর্ম করতে পারলেই সফলতা আসবে,শান্তি পাবে।
পরে দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত শেষে তবারুক বিতরন করা হয়।
Leave a Reply